নাটক এদেশেই হয়।কারণ এ যে বাংলাদেশ!আমরা সবাই অভিনেতা। শেক্সপিয়র যদি আমাদের দেখতেন তবে তিনি তার বিখ্যাত উক্তি পালটে বলতেন, “পৃথিবীর সব মানুষই অভিনেতা,কিন্তু এই বাংলাদেশের মানুষ হল সবথেকে দক্ষ অভিনেতা!”
আমরা আম জনতা পথে-ঘাটে,হাটে-মাঠে,খালে-বিলে এমনকি ভোট কেন্দ্রেও অভিনয় করি!
প্রতি পাঁচ বছর পর ভোটের দিনটিতে সক্কালবেলা দাত-মুখ কিলিয়ে ভোট কেন্দ্রে গিয়ে হাজির হন! আহারে,কি উপচেপরা ভীড়।আপনি ভোট না দিলে যেন দেশটা রসাতলে যাবে।দেশ নিয়ে আপনার কত চিন্তা! আহারে! বড়ই পরিতাপের বিষয়। হয়টা কি আপনার ভোটে শুনি? গত পাঁচটা বছর যে স্বামী(সরকার) জ্বালিয়ে মেরেছে তার ঘর ছেড়ে যান প্রতিবেশী পুরুষের ঘরে দেহ খাটাতে! আপনি ভুলে যান কেন পাঁচ বছর আগে আপনিই তাকে তালাকে দিয়ে পালিয়েছেন তার কাছে। আজ আবার তার কাছেই হিল্লে করে ফিরে যাচ্ছেন? ছিঃ! লজ্জা করেনা শুনি? আর কতবার শরীরের মালিক বদল করবেন?
ও ভুলেই গিয়েছিলাম এ যে আপনার অভিনয়! সুখে থাকবেননা জেনেও তার সাথে কাবিন করেন! কেন? আপানার অভিনয় দক্ষতা দেখানোর জন্য? আপানআর এই অভিনয় দক্ষতা সবাই জানে!
এই হ্ল আম জনতার অভিনয়! আর আমাদের দেশের কামেল-আমেল আমলারা তো কয়েক কাঠি বেশি সরেস! তারা শুধু অভিনেতা না! তারা মহাঅভি+নেতা! আহারে আপনার ভোট না পেলে যেন তার সহবাসের আনন্দটা যেন পরিপূর্ণ হয় না! আর তাই বারংবার আপনাকে ধর্ষণের অনুমতির জন্য আপনার পায়ে পড়তে তারা দ্বিধা বোধ করে না! আর যখন তার কামসুখ পূর্ণ হয়ে যায় আপনার মাংসপিণ্ডের দলাটাকে ছুড়ে ফেলতেও তার একটুও বাধে না।আপ নি পরিতৃপ্ত হলেন কিনা তাতে তার কিসসু যায় আসে না।আসবেও না কখনো!এর পরও আপনি আবারো আপসে তার কাছেই যাবেন! অথবা তার কোন জ্ঞাতি ভাইয়ের কাছে!কেন যাবেন? আরে আপনি তো যা করছেন তাতে তো কোন দোষ নেই! অভিনয় যে এসব!
আপনি বার বার এভাবে-লাঞ্ছিত অপমানিত হবেন। তবুও আপনার কিছুই যাবে-আসবে না! কারণ আপনি যে বাঙালি!
যত্তসব ফালতু কথা বললাম তাই না? এড়িয়ে যান! পারবেন না? অবশ্যই পারবেন! আপনাকে পারতেই হবে! এড়িয়ে যাওয়া যে আপনার অস্থিমজ্জাগত স্বভাব! এত বড় বড় কিছু এড়াতে পারেন আর এটা তো দুধ-ভাত!কেন এড়াতে পারেন জানতে চান?
কারণ,আপনি যে বাঙালি!
উল্লেখ্য, ইদানীং কালের অনিল কাপুর(ওবায়দুল কাদের) এর নাটক এবং তাহা দেখিয়া আমজনতার করতালি দেখিয়া মর্মবেদনায় এই পোস্ট খানা রচনা করিলাম! কেউ কস্ট পাইলে আই এম সাকসেসফুল ইন মাই এইম অফ দিস পোস্ট!
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫৬