আকাশ পানে মেঘদূতেরা ছুটছে বাঁধনহারা,
টুপটাপ করে সন্ধ্যাসঙ্গীত গাইছে শ্রাবণ ধারা;
এলোকেশে কানে কানে কইছে বৃক্ষরাজি,
‘কাজল ছোঁয়া সজল চোখে বর্ষা এলো আজি!’
বেলফুলেরা ভরিয়ে দিল নবীন বরণ ডালা;
বর্ষাজলে তাই ভাসালাম নিমন্ত্রণের মালা।
ভানুসিংহ গাইছে গান ‘এসো নীপবনে,
প্রাণ ভরে আজ স্নান করে নাও প্রথম বর্ষাক্ষণে।’
শ্রাবণ তারে প্রকাশিল অশ্রুধারা হয়ে,
বাতাস আমায় ছুয়ে গেল এ গোপন কথা কয়ে।
হারানো সুর বাজে আজ হৃদয় বীণা মাঝে,
প্রিয় তব তাই মনে পড়ে-এমন শ্রাবণ সাঁঝে।
বরিষ তুমি ঘুচিয়ে দিলে হিংসা দ্বেষের ছায়া,
সবার তরে ছড়িয়ে দিলে ভালবাসার মায়া।
এসো সবাই গেয়ে উঠি বরিষণের গান,
‘এসো এসো বর্ষারানী,জুড়াও মোদের প্রাণ!’
~~সবাইকে বর্ষার শুভেচ্ছা জানাই~~