চিতার আগুনে পুড়ছে মানুষ
ভালোবাসার আগুনে বিশ্বাস
সময়ের ক্ষত বিক্ষত বুকে
তবুও চোখ রাখছে উচ্ছাস।
পোড়া মানুষ গুলো পোড়া বিশ্বাস নিয়ে
আবার নিজেদের পোড়াতে আসে, আসে
সময়ের পাড় ধরে ধীর গতিতে, আর তখন
বাতাস অন্য কারো পোড়া ছাই বিশ্বাস নিয়ে খেলে।
ঈশ্বর তুমি মানুষ হও, নেমে এসো
পুড়ে খাক হয়ে যাবে তোমার সমস্ত বিশ্বাস,
আর একদিন নিজের প্রস্তুত করা সময়ের চিতায়
নিজেকেই পোড়াতে আসবে তুমি বারবার।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৬ রাত ১১:১৪