কোন এক ক্রান্তি কালে
আমাদের গলা কেটে নেবে পাষণ্ডরা,
আর বিবর্ণ রক্তে ম্লান হওয়া গঙ্গায়
ডুব সাতার খেলবে সন্ন্যাসীগণ।
উঠান আঙিনা জুড়ে শকুন উড়বে
প্রচণ্ড লোভে, আমাদের ছিন্ন মাথার-
মগজ, চোখ, কান খেয়ে ত্রিপ্ত হবে,
যা দিয়ে আমারা সন্ন্যাসীদের ত্রিপ্ত করেছি।
প্রতিবন্ধকতায় ডুবে গেছি আমরা,
সন্ন্যাস প্রতিবন্ধকতা, সংসার ত্যাগ।
তবে তোমারাও জানো হে সন্ন্যাসীগণ
ধ্বংস যজ্ঞই যদি তোমাদের কাজ হয়
তবে তোমাদের ধ্বংসও অনিবার্য।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৬ রাত ১২:০৭