তোমাকে ভালোবাসি, খুকি!
আমি তোমাকে ভালোবাসি প্রথম পাথরে পাথরে ঘর্ষণ থেকে,
যেখান থেকে স্ফুলিঙ্গের মত বেরিয়ে এসেছিল আগুন।
পুড়িয়ে দিয়েছিল কত সভ্যতা, কত বনভূমি এবং আমার মন!
আমি তোমাকে ভালোবাসি অনাগতকালের প্রথম ফুল থেকে,
নিঃস্ব-নিশ্চিহ্ন হয়ে যাওয়া পাথরফুলের চুমুতে।
কাঁচ ফড়িঙয়ের ডানায় চড়ে তোমাকে প্রথম স্পর্শ করে,
ফিনিক্সের মত কেঁদে কেঁদে জগতের সকলের দুঃখমোচন!
আমি তোমাকে ভালোবাসি আমাদের চিলেকোঠার সংসারে,
খুন্তি-কড়াইয়ের যুদ্ধক্ষেত্রে তোমার কপালে ঘাম শুষে;
মশারির প্রান্তে প্রান্তে তোমার হাতের ছাপের মাঝে,
আমি কোমলতার মাঝে বিলীন হয়ে ভালোবাসি তোমায়!
আমি তোমাকে ভালোবাসি সপ্তমীর চাঁদ টেমসের বুকে ডুবে যেতে,
হাজার হাজার রাজহাঁসের মৈথুন দেখে শরীরী প্রেমে,
চকচকে একফালি চাঁদ তোমার পায়ের কাছে প্রতিফলিত হয়,
খুকি, তুমি রাগ করলে কেমন লাগে দেখতে?
মরুভূমির তপ্ত বালিকে ভুলে আমি তোমাকে ভালোবাসি,
কি আশ্চর্য, তোমাকে আদর করলেই শীতল হয় সে বালি!
নিজেদের উষ্ণতা ভাগাভাগি করতে আমাদের কি আকুলতা,
মরীচিকাও ভুলে যায় প্রতিফলনের সবকটি সূত্র!
তোমাকে ভালোবাসি, খুকি!
লেবুফুলের গন্ধে যেমন গভীর-ভারী অনুভূতি,
আমার ভালোবাসা অনুভব করলে তুমি টের পাবে,
তোমার ঠোঁটের উপর লেবুফুলের গন্ধ!