গতকাল ফেসবুকে একটা পোষ্ট দিয়েছিলাম পোষ্ট ছিল এমন: -
আমি আপনাদের একটা প্রশ্ন করবো, সেটার উত্তর কমেন্টে দিতে চেষ্টা করবেন। এই প্রশ্নের উত্তর যদি বুঝতে পারেন, জীবনে বড় পরিবর্তন আসবে। সঠিক উত্তর কাল সকালে জানিয়ে দিবো।
প্রশ্নটা হলো, একটা মুরগি রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলো। কিছুক্ষন পর সে রাস্তা পার হলো। প্রশ্ন হলো, মুরগিটা কেন রাস্তা পার হলো?
প্রশ্নটার উত্তর অনেকেই করেছেন। আমি বলেছিলাম এই প্রশ্নের উত্তর আপনার জীবনে একটু হলেও চেঞ্জ আনবে৷
এটার উত্তর হলো, আসলে এটার কোন উত্তর নেই। এটা একটা অবান্তর প্রশ্ন৷ আর এই অবান্তর প্রশ্নেই অনেকেই উত্তর দেবার চেষ্টা করেছেন।
ফেসবুকের ভালো কিছু দিক থাকলেও আসলে অবান্তর প্রশ্ন ও অবান্তর উত্তর দেয়ার একটা একটা ভালো প্লাটফর্ম। মুরগি কেন রাস্তা পার হবে তাই নিয়ে মানুষ কেন ভাববে? তার কি ভাবার জিনিসের অভাব আছে? এমনকি কেউ কেউ এই নিয়ে দুজনে তর্কও করেছেন।
ফেসবুকে কে কত পারসেন্ট কালো, ২০১৯ এ কার কয়টা বউ বা জামাই হবে, কে মেয়ে হলে কেমন লাগবে এরকম নানান উদ্ভট জিনিসের মাধ্যমে আমাদের সময় কিল করে। সাকিবের বউ কি পরলো, তাসকিনের বউ কবে প্রেগন্যান্ট হলো, সিয়ামের বউ কেমন এসব নিয়ে অবান্তর প্রশ্ন ও অবাঞ্চিত তর্ক আমাদের স্ট্রেস বাড়ায়। কিন্তু আমরা সব কিছু করেও বুঝি না যে এটা আমাদের টাইম কিল করছে।
তাই এটা বুঝাতেই আমার প্রশ্ন ছিলো, মুরগি কেন রাস্তা পার হলো। আসলে সেটা মুরগির ব্যাপার মুরগিই সিদ্ধান্ত নিক। আমরা এরকম ভিত্তিহীন জিনিসের পিছনে সময় নষ্ট না করি।
[একজন অতি জ্ঞানী ব্যক্তি নিচের মজার উত্তরগুলো কমেন্ট করেছেন]
প্লেটো : মুরগীটার কোন মহৎ উদ্দেশ্য ছিল।
এরিষ্টটল : মুরগীর স্বভাব রাস্তা পার হওয়া।
সক্রেটিস : মুরগী কেন রাস্তা পার হয় এটা নিয়ে গভীর ভাবে ভাবতে হবে।
কার্ল মার্ক্স : মুরগীর রাস্তা পার হওয়া একটা ঐতিহাসিক অবশ্যম্ভাবী ঘটনা।
আর্নেস্ট হেমিংওয়ে : বৃষ্টিতে মরার জন্য।
মাইলস ডেভিস : মুরগীটা একটা "মাদার -ফা..."।
আইনস্টাইন: মুরগীটা রাস্তা পার হয়ে ছিল না রাস্তা মুরগীর পায়ের নিচে সরে গিয়েছিল এটা বুঝতে "ফ্রেম অফ রেফারেন্স" বুঝতে হবে।
বুদ্ধ : এই ধরণের প্রশ্ন করা মানুষের মুরগী স্বভাবের পরিচয়।
রহিম : মুরগী হালাল না হারাম এটা আগে ভাবতে হবে।
রাম : পৃথিবীতে যা কিছু হয় সবই মায়া।
এমারসন : মুরগীটা রাস্তা পার হয়নি ,রাস্তাকে ছাপিয়ে গিয়েছিল।
চার্লস ডিকেন্স : এই রাস্তাটা মুরগীর আগে পার হওয়া সমস্ত রাস্তার থেকে ভাল ছিল।
শেক্সপীয়ার : নরম পাখী শক্ত রাস্তা কেন পার হয় ?
ডারউইন : সময়ের সাথে সাথে প্রাকৃতিক নির্বাচনের ফলে মুরগীরা জীনগত ভাবে রাস্তা পার হওয়ার জন্য বিবর্তিত হয়েছে।
সিগমুন্ড ফ্রয়েড : ঘটনা হল মুরগীর রাস্তা পার হওয়ার আলোচনা অবদমিত যৌন চেতনার প্রকাশ।
মার্টিন লুথার কিং : আমি এমন পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে মুরগীর রাস্তা পার হওয়ার উদ্দেশ্য নিয়ে কেউ প্রশ্ন তুলবে না।
অলিভার স্টোন : প্রশ্ন এটা নয় কি মুরগী কেন রাস্তা পার হল ,প্রশ্ন এটাই কি মুরগীর রাস্তা পার হওয়া দেখতে গিয়ে আমরা আর কার কার রাস্তা পার হওয়া দেখলাম না।
বিল গেটস : আমি সদ্যই অফিস -চিকেন ২০০০ রিলিজ করেছি যেটা ব্যবহার করলে আপনি চিন্তা মুক্ত হয়ে রাস্তা পার হতে পারবেন।
বিল ক্লিনটন : রাস্তা পার হওয়ার সময় মুরগীটা যে সংগ্রাম করছিল আমি তার ব্যথা অনুভব করতে পারি।
মনিকা লিউনস্কি : মুরগীটার ওই ব্যথাই একমাত্র ব্যথা নয়।
বিল ক্লিনটন : সেটা নির্ভর করে মুরগী বলতে আমরা কী বুঝি।