তারেক জিয়া এবং খালেদা জিয়া বলেছে- জিয়াই বাংলাদেশের প্রথম পেসিডেন্ট। কথাটা একেবারে মিথ্যে নয়, স্বাধীনতার ঘোষনা পাঠ করার সময় তিনি নাকি ভুল করে নিজেকে প্রেসিডেন্ট বলে ফেলেছিলেন। অতএব তারেক বাবা এবং খালেদা বিবির কথাটা মিথ্যে বলবো কিভাবে। তবে--
১. জিয়া কি প্রেসিডেন্ট হওয়ার জন্য শপথ পড়েছিলেন?
২. তিনি কি প্রেসিডেন্ট হিসেবে গার্ড অব অনার নিয়েছিলেন?
৩. তিনি কি কোনো আনুষ্ঠানিক ঘোষণাপত্রে সীলমোহর সহ স্বাক্ষর করেছিলেন?
এগুলোর সপক্ষে একটি প্রমাণও দেখাতে পারবে না জিয়া পরিবার।
জিয়া নিজে যে বিষয়টিকে ভুল হিসেবে দেখেছে- তার পরিবার এখন সেই ব্যক্তির ভুলটা নিয়ে রাজনীতি করছে- তার প্রধান কারণ খালেদা এবং তারেক আসলেই ভুল করেই জিয়ার সংসারের লোক- অন্তত তাদের কথায় সেটাই মনে হয়।
তারেকের এবং খালেদার রাজনৈতিক দেওয়ালিয়াত্ব এর মাঝেই প্রকাশিত এবং এখন তা হাস্যকর অবস্থায় যাচ্ছে।
সন্তানরা বড় হয়ে বাবার নাম সমৃদ্ধ করে- কিন্তু আজকাল দেখি সন্তানরাই বাবার চরিত্র হরণ করে। তারেক কি বোঝে? খালেদার তো বোঝারই কথা না।