আকাশ মেতেছে দেখ মেঘের ভেলায়
বালুর চরেতে শুয়ে ঝিনুক মেলায়
আশার সমাপ্তি এই নিরানন্দ বুকে
জোনাকিরা জ্বলে যেন আধার লোকে
তবুও ভ্রমন এই জীবনকে ঘিরে
অর্জনে ঝুলে আছি বেচে এই নীড়ে
নীলের ছায়ায় ভাসে বিশাল সাগর
গিটারের তারেতে বাজে মৌনতার আদর
জীবনের মায়া বুঝি এভাবেই সাজা
রোপিত আশার বীজ ফুটন্ত তাজা
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪