অনেক দিন আগের কথা। তখন পড়ি ক্লাস সিক্সে। বাপের কোলের উপর বইসা BTV তে মাদার তেরেসার শেষকৃত্ত দেখতেছিলাম। মাথায় হটাত প্রশ্ন আইলো, "আব্বা আব্বা মাদার তেরেসা কি জান্নাতে যাইবো না" ? আব্বার সাফ জবাব, মুসলমান না হইলে জান্নাত পায়ন যায় না। আমিও কইলাম এইডা ক্যামন কথা কইলা ? এতো এতো ভালো কাম কইরাও যদি জান্নাতে না যাইতে পারে...... তাইলে ক্যামনে কি? আব্বা কইল ক্যা তুই কাইল হুনস নাই জুম্মায় হুজুরে কি কইছে ? কইছে যে মুসলমান হইলে যত বড়ই পাপিস্ট হোক না কেন, এক দিন না এক দিন ঠিকই জান্নাতে যাইব। শুইনা আমি কইলাম তোমার হুজুরের গুষ্টিডারে কিলাই ?
জীবনের প্রথম সেদিন বাপের কাছে শুনলাম, আমি নাকি নাস্তিক !!!
আর একদিনের কথা, বাপে নামাজ পরতাছে আর আমি পাশেই শুইয়া আছি, হটাত বাপে রুকু দেবার পর নামাজ ছাইড়া দিলো। জিগাইলাম কি হইছে আব্বা ? বাপে কইল বাতাস বাহির হইছে, অজুদাও নষ্ট হয়ে গেছে, যাই গিয়া আবার অজু কইরা আসি।
দেখলাম বাপে অজু করতে গেল, ভাবতে ভাবতে এর মইধ্যে বাপে অজু শেষ কইরা আবার নামাজে দাড়ানের জন্য প্রস্তুতি নিতাছে। আমি জিগাইলাম কি অজু হইছে ? বাপে কইল "হ"
আমি কইলাম ক্যামনে ? বাতাস বাইরালো পিছন দিয়া। অজু কইরা তো খালি হাত, পা, মুখ আর মাথা পরিষ্কার কইরা আইছো, কিন্তু যেইখান দিয়া বাতাস বাহির হইছে ওইখানে তো পানি দিয়া পরিষ্কার করো নাই। এমন কি ওই নিয়মও ডাও নাই। তাইলে অজুদা ভাঙ্গল কোন সময়ে আবার ফিরা আইল কোন সময়ে ? জবাব দাও দেহি। আর গ্যাস্ট্রিকের রোগীরা তো সারা দিন ছাড়তেই থাকে, হেরা কি নামাজ পরবো না খালি একটু একটু পরপর নামাজ ভাইজ্ঞা ওজু করবো ?
বাপে কইল তুই সামনে দিয়া সর।
পাদটীকাঃ Yes I Believe in God.......But I Still Looking Him
ব্যাখাঃ ১৪০০ বছর আগে খাওন দাওনে ভেজাল ছিল না যার কারনে গ্যাস্ট্রিকের মতো আজাইরা রোগ হইত না, থাকলে ঠিকই নবীজি (সঃ) মাসলা দিয়া যাইত। আমরা মুসলমানেরা সেই ১৪০০ বছর আগেই রইয়া গেছি। নতুনরে বরন করতে আমগো মেলা ডর। এমন না যে আপডেট করন যাইব না, আপডেট করার জন্য "ইজমা কিয়াস" নামক একটা সিস্টেম দিয়া গেছে। কিন্তু ওইখানে কেউ হাত দিলে নানা মুনির নানাণ মত বাহির হইয়া আসে, তখন কোনটা রেখে কোনটা দেখি?
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০০