ওদের চোখে
নারীর চলনে কাম, উচ্চারণে কাম,
নাকে-মুখে-চোখে কাম, দু'চরণে কাম,
বসার আসনটিতে মৃদু তাপে কাম,
হ্যান্ড শেইক করার হাতচাপে কাম,
মেধায়-বিদ্যায় কাম, যোগ্যতায় কাম,
শখে-স্বপ্নে বাঁধা কাম, চারুতায় কাম,
বাদ-প্রতিবাদে কাম, তেজে-দ্বন্দ্বে কাম,
গন্ধে কাম, ছন্দে কাম, রন্ধ্রেরন্ধ্রে কাম,
কাম কাম আর কাম!
ওদের চোখে নারীরা দেহসর্বস্ব কামোপকরণ।
মানুষ তবে কোথায়, কোন বিধিৎসুর কারাফাঁদে?
©তাওহিদ হিমু
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৪