মহাপরাক্রমশালী নক্ষত্রের প্রভাবে
জগতের সব সুন্দর প্রাসাদ ধসে পড়ে,
সাদা গম্বুজগুলো খসে পড়ে ধূলির ধড়ে।
কাতর কণ্ঠে নিবেদিত প্রতিশ্রুতি সব
বিস্মৃত হয়; চুপ যায় চিরচেনা কলরব।
চিরচেনা স্বর অচেনা সুরে বলে- "তুমি কে?
চিনি না তো", সদ্য অপরিচিতের দিকে
আমি তাকিয়ে বলি- "ভাল"। সরে যাই।
আমার খুব ইচ্ছে করে নিজেকে সাজাই,
মহাপরাক্রমশালী নক্ষত্র সেজেছে যেভাবে।
©তাওহিদ হিমু
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩