জাতীয় সংগীতের কথা বলা হইতেছে ! "আমার 'সোনা'র বাংলা "! এই 'সোনা ' শব্দের যে কত ধরণের অর্থ আছে তাহা বুঝি গুনিয়া শেষ করা যাইবেক না ! আমার এক বন্ধুবরকে ফোনে কথা বলার সময় বলিলাম, শোনা যাইতেছে না ! উত্তরে যাহা বলিল তাহা অকথ্য সাহিত্য !
সাকা চৌধুরীর সেই লাল-মিয়া সোনা মিয়ার কথা মনে আছে ?
“ পঞ্চম সংশোধনীর কথা আর কি বলব? সোনা মিয়ারে বানাইসে লাল মিয়া আর লাল মিয়ারে বানাইসে সোনা মিয়া। মিয়া কিন্তু ঠিকই আছে। সোনা ডা খালি লাল হইয়া গেছে। ” হে হে হে !
এক্ষণে এই জেন্ জেনারেশন জাতীয় সংগীতের 'সোনা' কাইট্যা দিতে চাহিতেছে !
আন্নেরা কি কন?
(ইহা আমার এক বন্ধুবরের সার্কাজম পোস্ট হইতে সংগৃহিত ! )
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৪