১. বুদ্ধুজীবী (বুদ্ধিজীবী নহে !) সম্প্রদায়ের প্রতি আমার অপছন্দ নতুন নহে। ইহাদের সাথে চলিতে চলিতে , ইহাদের ভণ্ডামি দেখিতে দেখিতে আমার মতন মুখ্যু-সুখ্যু, সাধ-সিধা টারজানও বুদ্ধুজীবী হইয়া হইয়া যায় কিনা সেই ভয়ে থাকি । ইহাদের প্রতি আমার রাগও কম নহে। ইহারাই জাতির কর্ণধার , দিক-নির্দেশক, বীকন ! জাতির এই অধঃপতনে ইহাদের ভূমিকা , ভণ্ডামি, কাপুরুষতাই বহুলাংশে দায়ী। ইহারা মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করিতে , সত্যকে বিভ্রান্ত করিতে , আড়াল করিতে অসৎ , স্বার্থান্বেষী, ক্ষমতালিপ্সু গোষ্ঠীকে সহায়তা করায় জাতি দিকভ্রান্ত। এহেন বুদ্ধুজীবী সম্প্রদায়ের প্রতি অপছন্দ তাই অকারণে নহে !
২. আমার গুরুর নির্দেশে এহেন বুদ্ধুজীবী সম্প্রদায়ের সাথে মাঝে মাঝেই বিভিন্ন প্রোগ্রামে যাইতে হয়। প্রোগ্রামে গেলেও সযতনে ইহাদের ঘনিষ্ঠতা এড়াইয়া চলি। তবে সবসময় সম্ভব হয় না। সম্প্রতি গেলাম ICPC(International Collegiate Programming Contest) র ন্যাশনাল ইভেন্টে ! বিশাল যজ্ঞ ! প্রায় ৮৫০ প্রতিযোগী। ইহারা আসিয়াছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ,কলেজ হইতে পোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণ করিতে। ইহারা জাতির মেধাবী সন্তান। খুবই প্রশংসনীয় উদ্যোগ সন্দেহ নাই ! বিশাল আয়োজন আর অংশগ্রহন দেখিয়া মুগ্ধ হইয়া গেলাম। ঘুরিয়া ঘুরিয়া দেখিতে দেখিতে আয়োজকদের দুইজন প্রফেসরের সাথে দেখা হইল। ইহাদের সাথে আলাপ-ঘনিষ্ঠতা আছে। প্রটোকল ভাঙিয়া ইহাদের সাথে মাঝে মাঝেই আলাপ হয় যাহা সর্বসাধারণ্যে অনেক সময়েই সম্ভব হয় না। বিশাল আয়োজনের প্রশংসা করিয়া তাহাদের প্রতি কৃতজ্ঞতা জানাইলাম। আলোচনা হঠাৎ ভিন্ন প্রসঙ্গে চলিয়া গেল।
৩. প্রফেসর, যিনি দীর্ঘদিন বিদেশে কাটাইয়া আসিয়াছেন, যাহার চেহারা চাল-চলনও বিদেশিদের মতোই , হঠাৎ বলিলেন , কি লাভ এই আয়োজনের ! ইহারা কেহ দেশে থাকিবে না, দেশে আসিবেও না। ইহাদেরকে আসলে আমরা বিদেশের জন্য বানাইতেছি। ইহাদের দিয়া দেশের কোন উপকারে আসিবে না , ইহারা দেশে থাকিবে না , দেশে কান্ট্রিবিউট করিবে না ! আপনি খোঁজ নিয়া দেখেন , বুয়েট/ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমগুলো দেশে নাই , দেশে আসবেও না ! অপর প্রফেসর আরও আশ্চর্যজনক কথা শুনাইলেন ! তিনি তাহার আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব প্রবাসীদের সাথে ভালো যোগাযোগ রাখেন ! তিনি বলিলেন, অশিক্ষিত বা অল্পশিক্ষিত যাহারা বিদেশে থাকেন তাহারা দেশে মসজিদ , মাদ্রাসা, ইস্কুল,কলেজে দান খয়রাত করেন ,ফ্যামিলিতে টাকা পাঠান ! আর শিক্ষিত যাহারা থাকেন তাহারা যোগাযোগ করেন দেশে তাহাদের যাহা আছে তাহা বিক্রয় করিয়া তাহাদের কাছে টাকা পাঠাইয়া দিতে। দিনের পর দিন তাহারা ফোন করেন এই উদ্দেশ্যে। ইহারা দেশে টাকা পাঠান না , ফ্যামিলিতেও না , দানতো দূরের কথা ! প্রথম প্রফেসর বলিলেন , ইহাদের দ্বারা হইবে না। দেশের অশিক্ষিত ,অল্প শিক্ষিত ,মাদ্রাসা পড়ুয়া ইহাদেরকেই কারিগরি শিক্ষায় শিক্ষিত করিয়া দেশ চালানোর ব্যবস্থা করিতে হইবে !
৪. তাহাদের আলোচনা শুনিয়া ধাক্কা খাইলাম ! সত্যিইতো, জনগণের টাকায় , দেশের টাকায় আমরা কি তবে কোকিলের ছাও পালিতেছি? চোখ ফুটিলে ইহারা কি কোকিলের বাসায় চলিয়া যাইবে ? দেশ কি তবে ইহাদেরও নহে ?
আমাদের নেতা-খ্যাতা, এলিটদের পোলাপাইন বহু আগেই কোকিলের ছাও হইয়া গিয়াছে ! ইহারা দেশে আসিবে না , দেশের প্রতি ইহাদের টান নাই , দায়বদ্ধতা নাই ! মধ্যবিত্ত , নিম্নবিত্তদের মধ্যেও যাহারা জাতে উঠিতেছে তাহারাও কোকিলের ছাও হইয়া যাইতেছে ! তাহা হইলে দেশের কি হইবে ?
দেশ কাহাদের হইবে ?
৫. প্রফেসরদের আলোচনা সর্বাংশে সমর্থনযোগ্য নহে ! কোকিলের ছাওদের একার দোষ নহে। আমরা তাহাদের উন্নতির সিঁড়ি দিতে পারিতেছি না। তাহাদের সম্মানজনক পদ, পদবী , সম্মানী দিতে পারিতেছি না ! নোংরা রাজনীতির শিকার তাহারা হইতে চাহেন না , ইহাতে তাহাদের দোষ দেওয়া যায় না ! আমার নিকটাত্মীয় একজন নোংরা রাজনীতি পছন্দ করেন না বিধায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছাড়িয়া বিদেশে পাড়ি দিয়েছেন ! সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, গবেষণার পাশাপাশি দেশেও গবেষণাগার গড়িয়াছেন যেখান হইতে আমাদের দেশেরই ছাত্ররা ১০০ র বেশি পাবলিকেশন বিভিন্ন ইনডেক্সড জার্নালে প্রকাশ করিয়াছেন। দেশের প্রতি তাহাদের দায়বদ্ধতা নাই এমনটা সর্বাংশে সত্য নহে ! তবে বিপরীত চিত্রও কম নহে। আমারই একজন প্রফেসর ছুটি লইয়া বিদেশে পিএইসডি করিলেন। দেশে আসিয়া প্রমোশন ও ছুটিকালীন টাকা লইয়া বিদেশে ভাগিয়া গেলেন !
৬. সর্বাংশে সত্য না হইলেও প্রফেসরদের আলোচনা অমূলক নহে তাহার বাস্তব নমুনা বহুল পরিমানে দেখা যাইতেছে ! কোকিলের ছাও পালিয়া বাস্তবেই দেশের কি লাভ হইবে , দেশ কি পাইবে তাহা ভাবিয়া দেখিবার সময় আসিয়াছে। ইহারা যদি দেশে কন্ট্রিবিউট না করে , দেশের প্রতি দায়বদ্ধ না থাকে তাহা হইলে বিকল্প ভাবিতে হইবে ! কোকিলের ছাও না পালিয়া কাকের ছাওকেই পালিতে হইবে, ইহাদেরই গড়িতে হইবে। অথবা কোকিলের ছাও কিভাবে কাকের বাসায় ফিরিয়া আসিয়া কন্ট্রিবিউট করে তাহা ভাবিতে হইবে ,উপায় বাহির করিতে হইবে !
(ব্যস্ততার দরুন মন্তব্যের জবাব যথাসময়ে দেওয়া সম্ভব হইবে না বিধায় দুঃখিত !)
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২৩ রাত ৯:৪৩