বাগেরহাটে আগামীকাল থেকে শুরু হচ্ছে জ্ঞান উত্সব । জেলা পর্যায়ে জ্ঞান উতসব এবারই প্রথম হলেও উপজেলা পর্যায়ে বেশ কিছুদিন ধরেই জ্ঞান উতসব পালিত হয়ে আসছে। উন্নয়নের প্রধান হাতিয়ার শিক্ষাকে জনসাধারণের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরা এবং শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহারকে তুলে ধরা হয় জ্ঞান উতসবে।
তবে জ্ঞান উতসব সম্পর্কে আমার আগ্রহের মূল কারণ উইকিপিডিয়ার অন্তর্ভূক্তি। দেশব্যাপী গণিত উতসবের অংশ হিসেবে আমরা এর আগেও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) পক্ষ থেকে উইকিপিডিয়ার প্রচারণা চালিয়েছি। তবে এবারই প্রথম উইকিপিডিয়াকে নিয়ে সরাসরি কাজ করা হচ্ছে। উতসব শুরুর প্রায় ৩০ দিন আগে থেকেই উইকিপিডিয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করা শুরু হয়েছে। গত কিছুদিন আগে বাগেরহাট গিয়ে আমি স্থানীয় উইকি কর্মীদের কাছ থেকে যে সাড়া পেয়েছি তা সত্যিই আনন্দের। বাগেরহাটে উইকিপিডিয়া সম্পর্কে তথ্য সংগ্রহের প্রধান দায়িত্বে আছেন শফিক ভাই। প্রচণ্ড আগ্রহ, তথ্য সংগ্রহের অভিজ্ঞতার পাশাপাশি শফিক ভাইয়ের রয়েছে উইকি ব্যবহার করে কণ্টেণ্ট তৈরির অভিজ্ঞতাও। শফিক ভাইয়ের তত্ত্বাবধানে বাগেরহাটের গুরুত্বপূর্ণ তথ্যাদি ও তথ্যসূত্র, ঐতিহাসিক নিদর্শনসমূহের ছবি সংগ্রহের কাজ চলছে। এর মাঝেই বেশ কিছু তথ্য যোগাড় হয়েছে, সেগুলো টাইপিংয়ের কাজও চলছে।
শারীরিক অসুস্থতার কারণে মূল অনুষ্ঠানে এবার যাওয়া হল না। এর ফলে একদিকে যেমন বাগেরহাটের মিষ্টি খেতে পারছি না :'( তেমনি মিস করছি উতসবকেও। তবে ঢাকা থেকেই উতসবের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। জ্ঞান বাংলাদেশের জন্য উতসব হয়েই আসুক। সবাইকে শুভেচ্ছা।
উতসবের আপডেট পাওয়া মাত্রই আপনাদের জানাব ।