গত কয়েকদিন হল আমাদের বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের "মুক্ত সফটওয়্যার ও মুক্ত তথ্যভাণ্ডার" অনুষ্ঠানটির জন্য ঘুরোঘুরি করছিলাম। এই যেমন গত মঙ্গলবার ঘুরে আসলাম প্রথম আলো প্রধান কার্যালয়ে। প্রথম আলোর প্রসিদ্ধ সাংবাদিকেরা যেই ঘরটিতে বসেন, সেই ঘরেই ঢুকে পড়লাম সুড়ুত্ করে। ঢুকে পড়িপাটি করে সাজানো অফিসরুমটিকে যেমন ভাল লাগল, তেমনি ভাল লাগল প্রিয় এই দৈনিকদের হর্তাকর্তাদের ছুটোছুটি দেখে। আমার জন্য এ এক বড় পাওয়া। তবে আজকের লেখা কিন্তু সেটিকে নিয়ে নয়। সোজা ভাষায় যাকে বলে, কথা হইল কথা সেইটা না।
তা ইয়ে মানে যা বলছিলাম। আমাদের কাজ শেষ, আমরা বেরিয়ে আসছি। এমন সময় দেখি বাইরে ঝড় উঠেছে। তা কি আর যে সে ঝড়, বড়সড় ঝড় বলে কথা। আর সেখানেই দেখা হল দুই পুরনো বন্ধুর সাথে! আরে, ল্যাবের বড় টিভি স্ক্রিনে এযে টম আর জেরি। দেখ তো, ওরা এখানে কি করছে। এতদিন যদি জানতাম ওদের ওয়া যাবে, তাহলে কি আর এই আমি এখানে থাকি নাকি? যাক, বুলডগের সাথে পাত্তা না পেয়ে অগত্যা যখন টম বেচারি ঘর ছেড়ে ছুড়ে চলে যাচ্ছিল, তখন কি মনে করে নিজের পরিবর্তে আবার বুলডগকেই নিজের লাগেজ বুঝিয়ে দিয়ে বিদায় করে দিল। বেচারি বুলডগ কি আর জানে, টমকে বিদায় দিতে গিয়ে ও নিজেই বিদেয় হচ্ছে? কিন্তু কেমন করে টমের এই গহীন ষড়যন্ত আমরা সবাই বুঝে ফেললাম। এরপর যা হল, তা মনে রাখব আজীবন। বেটা টমের কারসাজিতে রেগেমেগে মুনির স্যার, নাঈম ভাই, তানিন ভাই আর এই তারিফ ভাই(!) হো হো করে হাসতে লাগলাম। গত কয়েকদিন যাকে বলে একটু চিপায় ছিলাম, হঠাত্ করে সব মন কেমন কেমন করে ঠিক হয়ে গেল, বাহ্রে।
তা আমাদের অনুষ্ঠানে আসা চাই কিন্তু। জাফর ইকবাল স্যার আসছেন। আমার ব্লগটি পড়েছেন এমন কাউকে অনুষ্ঠানে দেখব আশা রাখি। ১২ তারিখ বিকেল সাড়ে পাঁচটায় মুক্তিযুদ্ধ যাদুঘরে।
তবে ব্লগারুরা, আপাতত বিদেয় হন, ইয়ে মানে, স্যরি। আমিই যাই, কি বলেন।গত কয়েকদিন হল আমাদের বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের "মুক্ত সফটওয়্যার ও মুক্ত তথ্যভাণ্ডার" অনুষ্ঠানটির জন্য ঘুরোঘুরি করছিলাম। এই যেমন গত মঙ্গলবার ঘুরে আসলাম প্রথম আলো প্রধান কার্যালয়ে। প্রথম আলোর প্রসিদ্ধ সাংবাদিকেরা যেই ঘরটিতে বসেন, সেই ঘরেই ঢুকে পড়লাম সুড়ুত্ করে। ঢুকে পড়িপাটি করে সাজানো অফিসরুমটিকে যেমন ভাল লাগল, তেমনি ভাল লাগল প্রিয় এই দৈনিকদের হর্তাকর্তাদের ছুটোছুটি দেখে। আমার জন্য এ এক বড় পাওয়া। তবে আজকের লেখা কিন্তু সেটিকে নিয়ে নয়। সোজা ভাষায় যাকে বলে, কথা হইল কথা সেইটা না।
তা ইয়ে মানে যা বলছিলাম। আমাদের কাজ শেষ, আমরা বেরিয়ে আসছি। এমন সময় দেখি বাইরে ঝড় উঠেছে। তা কি আর যে সে ঝড়, বড়সড় ঝড় বলে কথা। আর সেখানেই দেখা হল দুই পুরনো বন্ধুর সাথে! আরে, ল্যাবের বড় টিভি স্ক্রিনে এযে টম আর জেরি। দেখ তো, ওরা এখানে কি করছে। এতদিন যদি জানতাম ওদের ওয়া যাবে, তাহলে কি আর এই আমি এখানে থাকি নাকি? যাক, বুলডগের সাথে পাত্তা না পেয়ে অগত্যা যখন টম বেচারি ঘর ছেড়ে ছুড়ে চলে যাচ্ছিল, তখন কি মনে করে নিজের পরিবর্তে আবার বুলডগকেই নিজের লাগেজ বুঝিয়ে দিয়ে বিদায় করে দিল। বেচারি বুলডগ কি আর জানে, টমকে বিদায় দিতে গিয়ে ও নিজেই বিদেয় হচ্ছে? কিন্তু কেমন করে টমের এই গহীন ষড়যন্ত আমরা সবাই বুঝে ফেললাম। এরপর যা হল, তা মনে রাখব আজীবন। বেটা টমের কারসাজিতে রেগেমেগে মুনির স্যার, নাঈম ভাই, তানিন ভাই আর এই তারিফ ভাই(!) হো হো করে হাসতে লাগলাম। গত কয়েকদিন যাকে বলে একটু চিপায় ছিলাম, হঠাত্ করে সব মন কেমন কেমন করে ঠিক হয়ে গেল, বাহ্রে।
তা আমাদের অনুষ্ঠানে আসা চাই কিন্তু। জাফর ইকবাল স্যার আসছেন। আমার ব্লগটি পড়েছেন এমন কাউকে অনুষ্ঠানে দেখব আশা রাখি। ১২ তারিখ বিকেল সাড়ে পাঁচটায় মুক্তিযুদ্ধ যাদুঘরে।
তবে ব্লগারুরা, আপাতত বিদেয় হন, ইয়ে মানে, স্যরি। আমিই যাই, কি বলেন।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৮ বিকাল ৩:৫৫