বিলেত থেকে খালামনি দেশে বেড়াতে গেছেন। প্রায় তিন মাস হয়ে গেল। আবার বিলেত যাওয়ার সময় হয়ে যায়। আমার সঙ্গে এখনও দেখা হয়নি। দেখা করার প্রবল ইচ্ছা। বিলাদেশিদের(বিলাতি-বাংলাদেশিদের) সাথে সাক্ষাৎ করলে লাভ ছাড়া খাস্তা হয় না। বিলাত ফেরার আগের দিন আমাদের বাসায় খালা, খালু আর খালাত ভাই বোনরা বেড়াতে আসলেন। আমার খালুর আবার বিলাতি জিনিস পত্র বিলানোর হাত খুব লম্বা। এইবার নাকি সুটকেস ভর্তি মোবাইল ফোন নিয়ে এসেছেন। যাকে তাকে ফোন বিলাচ্ছেন। এক মাস হয় আমি গ্রামীণের ডিজুস সিম কিনে রেখেছি। কিন্তু হ্যান্ডসেট নেই বলে ব্যবহার করতে পারছি না। মনে মনে আশা করে বসে আছি যদি বিলাতি খালুর সুটকেসের একটা হ্যান্ডসেট আমার কপালে জুটে! খালু মনে হয় মাইন্ড রিডার। হেহেহে
তো শেষ মেস আমার কপালে জুটল সনি এরিকসনের T68i
পরের বছর আপা বিলেত থেকে আমার জন্য একটা ব্রান্ড নিউ Nokia 6300

এই সেটে ইন্টারনেট আর অপেরা মিনি আমার সার্বক্ষনিক সঙ্গী হয়ে গেল।
প্রায় দেড় বছরের মত ব্যবহার করলাম। একদিন গেলাম সিলেটে একটা কাজে। রমজান মাস ছিল তাই সেহরি খেয়েই রওনা দিলাম। গাড়িতে সেকি মরার মত ঘুম! সিলেট পৌছে দেখি পকেট থেকে আমার সাধের সেটখানা হাওয়া! কুন সে বেরসিক সিলটী ভাই ...
২০১০ সাল। আমি নিজে এইবার বিলেত আসলাম। একমাস মোবাইল ছাড়া চললাম। কিছু কাজ টাজ করলাম। টাকা জমিয়ে এই বার কিনলাম Nokia c3-01 Touch and Type

ভাল সার্ভিস ই পেলাম। প্রায় দশ মাসের মত ব্যবহার করলাম। কিন্তু মন মত হয়নি। মন শুধু iPhone দেখলেই আকু পাকু করে। তাই অনলাইন বাজার ই-বেতে নিলামে দিলাম। সময়সীমা দশদিন। পরের দিন ই এক নাইজেরিয়ান মহিলা সেটা কিনে নিল। পেপালে পেমেন্ট দিল। আমি ডাকে পাঠিয়ে দিলাম। পরের দিন খবর পেলাম সব ভূয়া! কোন পেমেন্ট আসেনি

পূর্বের সেটগুলো হারালাম ঘুমের ঘোরে! আর এইবার......? লোভে
মেজাজটাই খারাপ। অনেক কষ্টের জমানো টাকা!!!!
যাই হোক এইবার কিনলাম Samsung Galaxy Ace

পরিচয় হল এন্ড্রয়েড দুনিয়ার সাথে। কি মজা কি মজা...
এক বছর হয়ে গেল এই সেট ব্যবহার করে। নিত্য নতুন সেট বের হয় আর আমাকে হাতছানি দিয়ে ডাকে। পকেটে কিছু টাকা আই মিন পাউন্ড জমে গেল। আর কি আমাকে ঠেকানো যায়। ই-বে থেকে কিনে ফেললাম সে সময়ের সাড়া জাগানো সেট Samsung Galaxy S2. কি তার স্পিড, কি তার ক্যামেরা রেজুলেশন। অসাধারন। চোখ আমার সরেই না।
এক সময় সেই অসাধারন সেটও বোরিং লাগতে লাগল। মন আবার আকুপাকু শুরু করে দিল। দিন রাত শুধু গুগলে সার্চ দিয়ে কি নতুন সেট আসল তা দেখতে লাগলাম। ইউটিউব চষে বেড়ালাম সেগুলোর রিভিউ দেখে দেখে। মন গিয়ে Samsung Galaxy Note 2 তে গিট্টু লাগল। আবারো ই-বে থেকে কিনলাম।
সময় চলে যাচ্ছে আপন গতিতে। আজকের নতুন আগামীকাল হয়ে যাচ্ছে পুরাতন। মন গিয়ে পড়ল এইবার Samsung Galaxy Note 4 এ. যেই ভাবা সেই কাজ। আগে পিছে চিন্তা না করে কিনে ফেললাম। এক মাস ব্যবহার করে বেচে দিলাম কেনা দামে। সেই ফাকে আবারও অনেক সেট দেখতে লাগলাম।
এই বার বের হল Google Nexus 5X and Google Nexus 6P. অসাধারন সেট। কিন্তু দামে কুলায় না। ভারাক্রান্ত হৃদয় নিয়ে দুধের স্বাদ ঘোলে মিটানোর জন্য কিনে ফেললাম Motorola Nexus 6.
কেনার পর দেখি ভাল লাগেনা। ফেলে রাখলাম আলমারিতে। পুরাতন Samsung Galaxy Note 2 টাই ব্যবহার করতে লাগলাম সাচ্ছ্যন্দে
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৯