আমরা প্রতিনিয়ত বিভিন্ন Electric Device এ Battery ব্যাবহার করি কিন্তু এটি কিভাবে charge হয় সেটি আমাদের অজানা , আজ আমরা Battery charging পদ্ধতি নিয়ে আলোচনা করব ।
আমাদের দেশের সর্বত্র বাসা বাড়ি অফিস আদালতে single phase 220-230 volt AC ব্যবহার হলেও battery কিন্তু AC তে চার্জ হয় না । ২২০-২৩০ ভোল্ট লাইন হতে ৬,১২ অথবা ২৪ ভোল্টের ব্যাটারি চার্জ করতে গেলে আমাদের যে ডিভাইস বা যন্ত্রের প্রয়োজন তাকে আমরা ব্যাটারি চার্জার বলি ।
সাধারনত এই চার্জারের ২ টা অংশ থাকে
১. ট্রান্সফরমার
২. রেক্টিফায়ার
১. ট্রান্সফরমার কাজঃ চারজারে মূলত ১ টি স্টেপ ডাউন ট্রান্সফরমার use হয় । কারন এটি ২২০-২৩০ ভোল্টকে ৬, ১২ অথবা ২৪ ভোল্টে নামিয়ে নিয়ে আসে । অর্থাৎ এর প্রাইমারী তে ২২০ ভোল্ট দিলে সেকেন্ডারিতে নিজের সুবিধানুযায়ি ৬, ১২ অথবা ২৪ ভোল্ট বের করে আনা যায় ।
২. রেক্টিফায়ারের কাজঃ ট্রান্সফরমার যে ভোল্টেজ পাওয়া যায় টা মূলত AC ।এই AC ভোল্টেজকে DC তে রূপান্তরিত করার জন্য রেক্টিফায়ারের ব্যাবহার করা হয় । এই DC সরবরাহের জন্য ২ টি টার্মিনাল থাকে একটি (+ ve) টার্মিনাল অপরটি ( – ve) টার্মিনাল যে ব্যাটারি চার্জ করা হবে সেটার (+ ve) terminal , charger এর Positive terminal এর সাথে এবং (-ve) terminal টি Negative terminal এর সাথে সংযুক্ত থাকে ।
সাধারণত ২ ধরনের Charging system আমারা ব্যাবহার করি ।
1. Slow Charging System
2. Quick Charging System
ধীর চারজিং পদ্ধতি (Slow Charging System) : এই ধরনের চারজিং পদ্ধতিতে current এর মান সবসময় স্থির থাকে এবং ব্যাটারি চারজিং পদ্ধিত অনেক ধিরে হয় । যদি একটি সিঙ্গেল সেলের প্রতিটি প্লেটের জন্য ১ আম্পিয়ার হিসেবে চারজিং কারেন্ট ধরা হয় তবে ১৩ টি প্লেট বিশিষ্ট ১ টি ব্যাটারির ক্ষেত্রে ৬ টি positive plate এর charging current হবে ৬ আম্পিয়ার ।
এই charging current এর মান charging voltage এবং ব্যাটারির Back EMF এর সমানুপাতিক ।
I = (E-Eb ) ÷ (R+Rb)
I = Charging current
E= Charging Voltage
Eb= Back EMF of Battery
R= Series Resistance of Battery
Rb= Internal Resistance of Battery
যেহেতু ব্যাটারি charge হবার সাথে ব্যাটারির Back EMF বাড়তে থাকে , তাই charging current কে স্থির রাখার জন্য charging voltage কে বাড়ান অথবা ব্যাটারির সাথে সংযুক্ত series Resistance এর মান কমানো হয় ।
এর কিছু সুবিধা ও অসুবিধা নিচে তুলে ধরা হোল
সুবিধাঃ
১. Slow charging পদ্ধতিতে সকল অবস্থায় current অপরিবর্তিত থাকে ।
২. Slow charging পদ্ধতিতে ব্যাটারির তাপমাত্রা কম হয় ফলে সেলের মধ্যে কম গ্যাস তৈরি হয় ।
৩. একাধিক ব্যাটারি এক সাথে charging করার কারনে এগুলোকে সিরিজে সংযোগ করা হয় এতে ব্যাটারির ক্ষমতা ও চার্জের হার একই হলেও কোন অসুবিধা হয় না ।
অসুবিধা:
১. Slow charging পদ্ধতিতে পুরাতন ব্যাটারির ক্ষেত্রে অসুবিধাজনক
২. Slow charging পদ্ধতিতে ব্যাটারিকে charging করতে বেশি সময় লাগে
চলবে....
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৮