এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী দের প্রতি রইলো উষ্ণ অভিনন্দন।
যারা উত্তীর্ণ হতে পারনি তাদের প্রতি রইলো সমাবেদনা।
আর কদিন পরেই তোমরা কলেজের পাট চুকিয়ে ঢুকে পড়বে কলেজ লাইফে।
আর কিছুদিন পরেই ২৬মে থেকে অনলাইনে শুরু হবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া।
গতবার অনেকেই অনলাইন প্রক্রিয়ায় ভর্তি হতে গিয়ে অনেক ঝামেলায় পড়েছে,
কেউতো পছন্দের কলেজে ভর্তিই হতে পারেনি!
আর ওয়েবসাইট বিভ্রাট তো আর ছিলই।
তাই এবার যারা একাদশ শ্রেণীতে ভর্তিরর জন্য অনলাইনে আবেদন করবে তাদের প্রতি আমার ছোট্র কিছু পরামর্শঃ
* এবার সর্বোচ্চ ১০ টি কলেজে অবেদন করতে পারবে ফিশ একই থাকছে।
* যে কলেজ তুমি ভর্তি হতে বেশি ইচ্ছুক তা পছন্দ তালিকার প্রথমে রাখবে
যে কলেজে ভর্তি হতে চাও না তা তে আবেদন করার প্রয়োজন নেই এমনকি পছন্দ ক্রমের শেষেও নয়।
* এমন হয় যদি তুমি ভাবো, পছন্দের কলেজে তোমার চান্স পাবার সম্ভাবনা কম আর তুমি অন্য কলেজেও ভর্তি হতে চাওনা
সেক্ষেত্রে তোমার করণীয় হবে শুধুমাত্র তোমার পছন্দের কলেজটি সিলেক্ট কর আবেদন কর।
হতে পারে তুমি যদি প্রথম মেধা তালিকায় চান্স না পাও তাহলে দ্বিতীয়, তৃতীয় মেধা তালিকা আছে।
আর এসব তালিকায় ও যদি তুমি তুমার নাম না থাকে তাহলে হতাশ হবার কারণ নেই।
তখন তুমি রিলিজ স্লিপে কলেজ গুলোতে আসন খালি থাকা সাপেক্ষে আবেদন করতে পারবে সর্বোচ্চ ৫ টি কলেজে।
* পছন্দ তালিকায় পর্যায় ক্রমে প্রথমেই তোমার প্রথম পছন্দ, এরপর দ্বিতীয়, তৃতীয় এভাবে তুমার ফলাফল অনুযায়ী পর্যায় ক্রমে দশটি কলেজে আবেদন করতে পারবে।
* ভর্তি ফলাফল প্রকাশের পর তুমি যদি তোমার পছন্দের কলেজে চান্স না পাও অথবা বোর্ড তুমায় যে কলেজে ভর্তির জন্য সিলেক্ট করেছে তাতে তুমি ভর্তি হতে ইচ্ছুক নও তাহলে ভর্তির প্রয়োজন নেই।
তখন তুমি মাইগ্রেশনের সুযোগ পাবে, মাইগ্রেট করেও যদি চান্স না হয় তাহলে অপেক্ষায় থাকো রিলিজ স্লিপের।
এবার আসি আবেদন কিভাবে করবেনঃ
প্রথমে ভর্তি আবেদনেই নির্ধারিত ওয়েবসাইটে (Xiclassadmission.gov.bd) তে লগিন করে আবেদন করতে হবে এবং
পেমেন্ট অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে দিতে হবে।
যাদের টেলিটক সিম নাই বা নিজে নিজে করতে পারবেনা তারা স্থানীয় সাইবার বা অনলাইন শপে গিয়ে আবেদন করতে পারবেন।
উল্লেখ্য ভর্তি শুরু হবে ২৬মে থেকে, শেষ হবে ৯জুন।
ক্লাস শুরু হবে ১০জুলাই।