পাইনি কিছুই- মনের মতন
দিইনি কিছুই? ব্যর্থ স্বপন।
একটা দিন, একটা রাত,প্রববহমান মূহুর্ত, মিথ্যে আশা
বৃথা জাগরণ, অযাচিত অনুরোধ, নিরুপায় ভালোবাসা।
স্বপ্নভঙ্গ, বাকশক্তিহীন, শ্বাসরুদ্ধকর, হতবিহব্বল।
অন্ধকার, নীরবতা, নিস্তব্ধতা, নেই কোলাহল।
পাইনি কিছুই - যা চেয়েছি
তবুও আমি রয়ে গেছি
একটু একটু করে গড়ে তুলি ঘর
একটু ঝড়েই নড়ে, আপন হয় পর।
এক সমুদ্র ভালোবেসে কেন অতৃপ্তি নিয়ে ফিরতে হবে?
এক জনম অপেক্ষার পরেও কেন তৃষ্ণার্ত রয়ে যেতে হবে?
যার সাথে আকাশ গঙ্গা পাড়ি দেওয়ার কথা ছিলো
সে কেন আমায় আকাশসম দু:খ দেবে?
পাইনি কিছুই- যখন প্রয়োজন
সময় গেলে, হয়না সাধন।
একটা জীবন নষ্ট হলে কি আসে যায়!
একদিন নিভবে পিদিম, জ্বলবো চিতায়।
একটা ঘর একটা সংসার- মনের মত
পরজন্মে? গতজন্মে? এই জন্মে কেন নয়?
আর কত সময়ের অপচয়?
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:১৪