আমাকে সাইবেরিয়ার বরফের মত শীতল বানিয়ে দাও ঈশ্বর,
যতই রোদ উঠুক, ঝলমলে আলো; আমি যেন গলে না পড়ি।
যেন নীরবে অনায়াসে মূহুর্তের মাঝে সব যন্ত্রণা জমিয়ে গ্রাস করতে পারি।
আমাকে বানিয়ে দিতে পারো কোনো এক শান্ত সমুদ্র,
যতই চন্দ্র ডাকুক, যেখানে কখনো আসেনা জোয়ার।
জলের নিচের সেই পাথর, শ্যাওলা পড়ে ঢেকে গেছে যার ক্ষত বিক্ষত যন্ত্রণা,
কিংবা যেখানে কান পাতলেও শোনা যায়না আর্তচিৎকার, শুধুই নিস্তব্ধতা।
আমাকে দিয়েছো আকাশের মত বেদনার নীল রঙ,
দাওনি পাহাড়ের মত ধৈর্য্য আর সহনশীলতা।
আমি কেঁপে উঠি সামান্য যন্ত্রণায়, চিৎকার করি অল্প আঘাতে,
ভেঙে পড়ি অস্থিরতায়, শুরু করি বিবাদ, ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ।
আমার বিরুদ্ধে যে অনেক অভিযোগ। প্রতিপক্ষ যে নিজেরি ঘর, এক, অভিন্ন।
আমাকে তুমি সর্বংসহা বানিয়ে দাও ঈশ্বর,
যেন বুকের ওপর দিয়ে ট্রেন চলে গেলেও,
দেহ ছিন্নভিন্ন হয়ে রক্তাক্ত হয়ে খন্ড বিখন্ড হয়ে গেলেও,
মুখ থেকে কোনো শব্দ, চিৎকার না বেরোয়।
যেন নি:শব্দে কারো সাথে কোনো দ্বন্দ না রেখে মরে যেতে পারি।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৫