অভিযোগ রেখে গেলাম,
বৃষ্টিস্নাত রাত্রির শেষে আমার একটা রৌদ্রজ্বল দিন পাওয়ার কথা ছিলো,
তার বদলে পেলাম প্রগাঢ় কুয়াশাচ্ছন্ন সকাল।
আমি অনেক চেষ্টা করলাম,
কিন্তু এক হাতের মাঝেও কাওকে দেখতে পেলাম না ;
এক হাত দূরেও হয়ত কেউ ছিলোনা।
অভিমান রেখে গেলাম,
চব্বিশ ঘন্টার ১৪৪০ মিনিট, ৮৬৪০০ সেকেন্ড,
কিছু মুহূর্ত অন্তত সুন্দর হতে পারত,
কিন্তু আমার হলো অবহেলা, অনাদর,
দায়ভার, দোষ, বিরক্তি আর তাচ্ছিল্য!
আফসোস রেখে গেলাম,
বাগানের সকালের প্রস্ফুটিত লাল গোলাপ টা আমি হতে পারতাম,
কিন্তু ঝরে পড়লাম জীর্ণ শীর্ণ মলিন অসাড় শুষ্ক হয়ে;
একটু জলের যে খুব অভাব ছিলো।
আমি অভিযোগ রেখে গেলাম,
আমার তো একটু মলম প্রয়োজন ছিলো,
অথচ পেলাম বিবাদ, সংঘাত, রক্তক্ষরণ
অথবা পিন পতন নীরবতা, দূরত্ব।
বরফের মত জমে যাচ্ছি ব্যথায়,
ঠিক যেভাবে গলে যেতাম যন্ত্রণায়,
এভাবেই কি কাটবে জীবন একটা সত্যিকারের বসন্তের প্রতীক্ষায়?
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪৫