অনেক খুঁজেছি, একটুখানি স্বস্তি
পাহাড় বনাঞ্চল সমুদ্র পেরিয়ে মরুভূমি
কোথাও পাইনি, একটুখানি আশা
যা নিয়ে বেঁচে থাকা যায়।
বিধস্ত হৃদয়, সহস্র শব্দ
আটকে গেলাম, যদি পাই, একটুখানি শান্তি।
এখন বিষাদ লুকিয়ে রাখতে হয়।
একটা মুখোস, একক অভিনয় - জীবনব্যাপী।
একটা জন্ম, লক্ষ পরিহাস - আমৃত্যু।
দাবানল, ছারখার, জ্বলজ্বল হুতাশন
দু:স্বপ্ন, তাড়িয়ে নিয়ে বেড়ায়।
ঘূর্ণায়মান দুর্ভাগ্য, বিভীষিকা ভীষণ,
সৌহার্দ্য সুখ স্বাচ্ছন্দ্য হারায়।
কখনো বুঝিনি, প্রবহমান সময়- এতটা কঠিন
কখনো ভাবিনি, জীবন এমন- অবর্ণনাতীত।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:০২