একদিন তোমার চোখে আমি, দেখেছিলাম ভয়,
হারিয়ে ফেলার, আমাকে।
আমার শেকল জড়ানো পা, ভেঙেছিলাম বাঁধন,
চেয়েছিলাম, তোমাকে।
একদিন প্রেম পুরোনো হয়, পরিণত প্রেম,
দিতে শেখে ফাঁকি।
যখন হারিয়ে ফেলার আর, থাকেনা কোনো ভয়
তখন কি থাকে বাকি?
যে থেকে যেতে চায়, তাকে যায়না সরানো
থাকুক যতই কঠিন বারণ।
যে চলে যেতে চায়, ভেঙে গুড়িয়ে সব
তার লাগেনা কোনো কারণ।
চেয়েছি কতনা কিছুই, পাইনি, হয়তো পাবোনা;
তাতে কি বা আসে যায়?
যাকে পেয়েছি বলে জানি, নিজের বলে মানি,
মানুষ এভাবেও বদলায়?
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০৯