সন্ধ্যা হয়ে এলো। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে হলে ফিরতে ফিরতে হঠাৎ রাস্তায় হোচট খেলাম, নাহ তোমাকে পেলাম না আমাকে ধরে ফেলার জন্য। দিনের শেষে ঘর গোছাতে গোছাতে মাথায় বাড়ি খেয়ে চিৎকার করে উঠলাম, কই তুমিতো আসলেনা ব্যথা মুছে দিতে;
হলের পাশে কার যেন গান শুনে জানালা দিয়ে তাকালাম, নাহ কোথাও তোমাকে দেখতে পেলাম না।
অগোছালো একটা খাটে আমি মাথার যন্ত্রণা নিয়ে ডুব দিলাম। কি আশ্চর্য! এখানেও তুমি নেই।
আমার হাত, যেখানে সর্বশেষ তোমার স্পর্শ,মনে হলো ছুঁয়ে আছো আমায়, চোখ মেলে দেখি সব ফাকা, শুন্যতার হাহাকার। কই এখানেও তো তুমি নেই।
সবখানে সবসময় তোমাকে খুঁজতে খুঁজতে অবশেষে টের পেলাম, তোমার অস্তিত্ব নাতো আমার শরীরে নাতো আমার জীবনে।
তুমি শুধু রয়ে গেছো আমার স্মৃতিতে; দৌড়ে বেড়াচ্ছ আমার নিউরনে নিউরনে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২২ রাত ১১:৩৫