সবকিছু শূন্য লাগে
আমি ভোতা সুঁইয়ের মত আছি পড়ে,
আমাকে আর ফোঁড়ানো যায়না দুঃখের স্তরে স্তরে।
সুতোর ভাজে কতনা বাঁধন গিয়েছি জুড়ে,
সব বুঝি থেকে থেকে গেল ছিড়ে।
যাকিছু আমার নয় তাই বোধহয় গেলো সরে,
স্মৃতির পাতায় কত কাছে আছি, যদিও দূরে।
সবকিছু শূন্য লাগে
বন্ধুর পথে চলতে চলতে আমি এক ক্লান্তপ্রাণ,
বন্ধুর মুখে শত্রুর ছায়া, অবাক প্রতিদান।
যাকিছু ছিলো সুখের কারণ একদিন জীবনে,
অসময়ের ফোঁড়ে নিমজ্জিত দুঃখের কারনে।
এই বিচ্ছেদ মানেই তো চিরবিচ্ছেদ নয়,
মানুষগুলোর মনের মাঝে মানুষ বেঁচে রয়।
সবকিছু শূন্য লাগে
কিছু হৃদ্যতা বাড়াতে গিয়ে চির তিক্ততা ফিরে পেলাম,
কিছু সখ্যতা যত্ন করে বুকে আঁকড়ে রেখে গেলাম।
বেলা ফুরানোর আগেই বুঝি আমিও ফুরালাম
জানিনা কি পেলাম আর কি হারালাম!
বুক ভরে শ্বাস নেওয়ার আশা করেছিলাম
আমি যে শুধুই বিনা শর্তে ভালোবেসে গেলাম।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২২ দুপুর ১:৪৫