পুড়ে যাই মরুর তপ্ত বালুকণার মত
বয়ে যায় সময় স্রোতস্বিনী নদীর মত
এখানে কেবলি আঁধার,শান্ত নিশিথিনী
অনুর্বর মাটি, প্রতিকূল রাগিণী
অসত্যের আলোড়ন, বিতৃষ্ণা তত
কেউ দ্যাখেনি এ পৃথিবীর বুকে কত ক্ষত।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৮