কে রাখে খোঁজ কাহারো আঁখিতে
কত জলধর রহিছে লুকায়ে,
কে জানে কত বরিষ যামিনী
সহিছে তৃণসম সে কামিনী
আঁধার বক্ষ চিরিয়া দামিনী
জ্বলিয়া পুড়িয়া যায়।
হায়! কেন সকল উদ্যোগ মিলিছে ব্যর্থতায়?
আমি বিষাদবিলাসিনী
আমি দুঃখ রচিয়া পাই সুখ
আনন্দেরে কে কবে রাখিয়াছে মনে
ব্যথাই আমার চিরস্থায়ী অসুখ।
আমার এ ব্যথায় দিতেছি মলম
এই ভাঙা হাত ধরিছে কলম
লেখনী যাহার তাহারি প্রাণ সে
এভাবেই কাটিয়া যাক এ জনম।
রিক্ত হস্ত ভরিবে কবে পরিপূর্ণতায়
হায়! কেন সকল উদ্যোগ মিলিছে ব্যর্থতায়?
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২২ বিকাল ৫:১৭