একজন মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কোনটি? ভালোবাসা নাকি মায়া।
সবাই ভালোবাসা চায়। কেউই করুনার পাত্র হতে চায় না। ভালোবাসার দান অসামন্য। ভালোবাসতে হলে যেমন উচু মানসিকতা থাকা চাই তেমনি দরকার নিকন্টক মন। ভালোসায় কোন চাওয়া পাওয়া থাকে না। ভালোবাসায় শুধু একটাই চাওয়া থাকে , সেটা হল ভালোবাসা। এটা আমার দৃষ্টিভঙ্গি। অন্যকারো সাথে নাও মিলতে পারে।
ভালোবাসার কি অপরিসীম শক্তি। এরজন্য মানুষ জীবন দিতে পারে। আবার এই ভালোবাসাই মানুষের মধ্যে ঘৃনার জন্ম দেয়। কি বিষ্ময়কর । শুধু মানুষে মানুষে ভালোবাসা তাইই শুধু নয় , মানুষে পশুতেও ভালোবাসার নিদর্শনও আছে। পশুতে পশুতেও ভালোবাসার অনেক নজির আছে।
আবার মায়া আর একটি শক্তিশালি জিনিস। এটাও কেউ অস্বিকার করতে পারবে না। বোন যখন শশুর বাড়ি চলে যায় তখন ভাই কাঁদে, মা-বাবা কাঁদে কেন? এটা কি ভালোবাসার জোরে নাকি মায়ার জন্য। আমিতো মনে করি মায়ার জন্য। এতদিন এক সাথে রইলাম , একসাথে ভালো লাগা , দুঃখ ইত্যাদি ভাগাভাগি করে নিলাম। এটা কি ভালোবাসার জোরে নাকি মায়ার জোরে।
অনেকেই বলে ভালোবাসার থেকে মায়ার জন্ম। অর্থাৎ ভালোবাসার শেষ পরিনতি মায়া। তাহলে কি বলব ভালোবাসার থেকে মায়ার শক্তি বেশি? তাহলে যাকে সবচেয়ে বেশি ভালোবাসি , তাকে কি বলব, আমি তোমাকে মায়া করি? বুঝতে পারছি না কি এর সঠিক উত্তর....