কেউ জন্মে কবি হন, কেউ কবি হয়ে জন্মান। ইংল্যান্ডের লন্ডন শহরে বসবাসরত আমাদের সহব্লগার কবি রহমান লতিফ ভাই কোন দলে পরেন সেটা আমি পরখ করে বলতে না পারলেও এটা নিশ্চিন্তে বলতে পারি যে, উনি একজন স্বভাব কবি। যার লেখাতেই শুধু কবিতা হয় না, চলাফেরা, উঠাবসা, কথাবার্তা সবই যেন গুচ্ছ গুচ্ছ কবিতা। কবিতার মত উনার ব্যবহারেও আছে আন্তরিক ভালবাসা, মধুর্যতা ও মুগ্ধতা।
ব্লগারদের কবিতা মানেই সারাজাগানো কবিতা। আমাদের অনেকে মনে করেন, ব্লগারদের কবিতা শুধু ব্লগেই পঠিত হয়। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকা ও ওয়েবসাইটগুলোতে আমাদের ব্লগারদের কবিতা প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে। তাছাড়া প্রতিটি বই মেলায় আমাদের ব্লগারদের বইগুলো অন্য লেখকদের থেকে বেশি আলোরন সৃষ্টি করে।
মাস কয়েক আগে একজন ব্লগারকে কবিতা চুরি হওয়ার বিষয়ে আফসোস করতে দেখেছিলাম। বিষয়টা ছিল, বাংলা কবিতা নামক কবিতার ওয়েবসাইটের একজন কবি নাকি আমাদের সামু ব্লগের কবিদের কবিতা চুরি করে নিজের নামে চালিয়ে দিচ্ছিল। তাই চুরি হওয়ার ভয়ে অনেক ব্লগার নিজের শ্রেষ্ঠ কবিতাগুলো ব্লগে প্রকাশ করেন না। তারপরও কিছু কবিতা কবিদের প্রতিভার ফাঁকফোকরের সাহায্যে আমাদেরকে আন্দোলিত করে সবসময়। তাদের মধ্যে মনিরা আপু, জাহিদ অনিক, শাহরিয়ার ভাই, সেলিম ভাই, সুজন ভাইসহ প্রমুখ কবিরা সকলের কাছে পরিচিত মুখ। তেমনি একজন পরিচিত মুখ হচ্ছেন লতিফ ভাই। উনাকে আমার ব্যক্তিগত ভাবে চেনার সৌভাগ্য হয়েছে।
লন্ডন প্রবাসী কবি ও কথাসাহিত্যিক এম রহমান লতিফ ভাই কবিতার সাথে ঘর বেঁধেছেন আজন্মের ভালোবাসায়, অন্তরে লালন করেন বাংলার শেকড়ের কথা, মা মাটির কথা, তাঁর কবিতার গভীরতা দেখে বুঝা যায় কবি একদিন পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হবেন, আসছে বইমেলাকে সামনে রেখে পায়রা প্রকাশ থেকে প্রকাশতি হয়েছে কবির কাব্যগ্রন্থ 'জীবনের ব্যাকরণ'। আমি উনার কাব্য গ্রন্থ বলব না! বলব, আমাদের সহব্লগারের কাব্যগ্রন্থ, আমাদের কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থটি সহজে পাঠকদের হাতে পৌঁছে দিতে এর শুভেচ্ছা ফি একেবারেই কমিয়ে এনে ১৬০ টাকা ধার্য করা হয়েছে। পায়রা প্রকাশনী (স্টলঃ ৬৮) ও রকমারিতে বইটি পাওয়া যাবে।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৪