(১)
আজ শনিবার। ব্লগার কালীদাসকে খুব মিস করছি! উনি সাপ্তাহের শুক্র, শনি ও রবিবার ব্লগে থাকতেন। সম্প্রতি অনেকদিন যাবত উনাকে ব্লগে দেখা যাচ্ছে না। উনার রম্যরচনার কৌশল সত্যিই প্রশংসনীয়। বাস্তবতাকে সামনে রেখেই উনি উনার শৈল্পিক লেখাগুলো লেখে যেতেন। উনি একই সাথে ছিলেন বাস্তববাদী ও স্পষ্টভাষী। উনার মন্তব্যগুলোর শৈল্পিকতা বলার বাহিরে। এখনকার ব্লগাররা তো সময়ের অভাবে পোস্ট না পড়েই মন্তব্য করেন কিন্তু উনি খুবই আন্তরিকতার সাথে পোস্টগুলোর পঠন পরবর্তী গঠনমূলক মন্তব্য করতেন। উনার মন্তব্যে অকৃত্রিম ভালবাসা লেপ্টে থাকতো। উনার সুন্দর একটি প্রতিমন্তব্য প্রায়সময় আমার কানে আওয়াজ তুলে। বিশেষত, যখন কিছু ব্লগারদের আজাইরা বকবকানি চোখে পড়ে তখন উনার নিম্নোক্ত প্রতিমন্তব্য খুব বেশি স্বরণ হয় :
- "আমি প্রথমপাতার সবকিছু পড়তে চেষ্টা করি ফিডব্যাক রাখা সহ; চেষ্টা করি নতুনদের ব্লগেও যেতে। যেকারণে ইদানিং মনে হচ্ছে আমি সবসময় ব্লগে থাকি। কমেন্ট করিনা এরকম পোস্টও অনেক, ভাল না লাগলে বা কোন পটেনশিয়াল কিছু না দেখলে অনর্থক ভ্যাঁক ভ্যাঁক করার কোন মানে হয়না।"
এবছরের এপ্রিলের মধ্যবর্তী সময় থেকে উনাকে ব্লগে খুব একটা দেখা যাচ্ছে না। খুব মিস করছি এই প্রিয় মানুষটাকে।
(২-৩)
ঘোষণা দিয়ে ব্লগ থেকে সম্প্রতি দূরে চলে যাওয়া দু'জন ব্লগার হচ্ছেন অর্ক ও বিলিয়ার রহমান। অর্ক ভাই খুব সুন্দর লেখতেন। উনার ভ্রমনকাহিনীগুলো আমার কাছে বেশি ভাল লাগতো। যদিও উনি বিদায় নিয়েছেন ঠিকই, তবে মাঝেমধ্যে নিজ ব্লগবাড়িতে এসে অন্যদের শান্তনা দিয়ে যান! এটা অবশ্য একেবারে চলে যাওয়ার চেয়ে ভাল।
যারা সামু থেকে সাময়িক সময়ের জন্য দূরে আছেন কিংবা যারা সৃষ্টিকর্তার সাক্ষাতার্থে লোকান্তরিত হয়েছেন তাদের সকলের জন্য শুভকামনা। যেখানেই থাকুন ভাল ও সুস্থ থাকুন।
বিলিয়ার রহমান ভাইয়ের সুরের সাথে সুর মিলিয় গাইতে চাই,
হয়তো কোন একদিন আসিব ফিরে
সামুর এই বিশাল মোহনীয় অঙ্গনে
হয়ত বর্ণের মিলনে.......
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৬