উল্লোল বাতাসে আবেশিত তুমি
হিল্লোলিত মনআবেগ খুঁজে শরীরি নির্বাণ-
জানি নারী, জানি আমি
শ্রাবণময়ুরী মেলে কেন কামপেখম।
আমি তো নই দন্ডিত নপুংসক
ধনুকছিলা টানটান বাৎসায়ন পটু
টগবগ রক্তে ঝরাই কামরেণু
যখন তখন তোমারই সাথে।
সময়ের হেরফের-বিপ্রতীপ আমি
জীবিকা চুষছে জীবন নিয়ত আমার
মুদ্রাস্ফিতি, ভোগবাদী আলোড়ন,
সংসারে অনটন-
মগজে ডেবিট-ক্রেডিট, যাদব গণিত-
কর্পোরেট গ্রাসে ফ্রি মার্কেট ইকোনমি।
ইউটার্নে আজ আমি
উল্লোল বাতাসে আবেশিত তুমি -
কামজ চোখে আকুতি তোমার;
তবু আমার এই পাশ ফিরে শোয়া
'ধ্যুত, ওসব ভাল্লাগছে না',
দলিত যে আজ মন বড়ই ভীষন।