এক. ভালবাসো, কতোটুকু ?
ভালবাসো, কতোটুকু ?
জানো কি তুমি মারফতি চমক !
দেখেছো কখোনো বিন্দুতে সিন্ধু
বোধের গভীরে বোধ ।
চিনেছো কি ভালবাসার রঙ
সব রঙ মিশে হয় পবিত্র সাদা
সুখ-দুঃখ করে জড়াজড়ি ।
মেঘে মেঘে বাড়ে বেলা
ভালবাসা বাড়ায় ভালবাসা ।
এখনো আড়ষ্ট কেন জিহ্বা
বলছো না কেন 'আনাল হক'-
আমিই তুমি, তুমিই আমি ।
মৈথুনে হংসবলাকা জানে সত্য
এসো হয়ে যাই বিলীন তুমি আমি
দেহ আর মনে ।
--------------------------
দুই. তাকাও তৃতীয় চোখে
কি দেখছো অমন করে?
খুঁজছো কি ভালোবাসা !
বন্ধ করো জৈব চোখ জোড়া
তাকাও তৃতীয় চোখে
দেখ এবার, করো অনুভব-
কী দ্রুতই না বাড়ছে ভালোবাসার পারা ।
-------------------------------
তিন. অভিমান রেখা
কীরো হয়ে দেখেছি তোমার করতল
আয়ুরেখার চেয়েও দীর্ঘ্য যে তোমার অভিমান রেখা !
গহীন হৃদয়ে কেন পোড়াও গোপন অলংকার
মেয়ে, বাঙ্ময় করো তো তোমার নীরব অভিমান -
জানো না তুমি লোকান্তরে পুড়ছি আমি দাবানলে !!
--------------------------------------
চার. পুরুষ চোখে
নিরাসক্ত নৈর্ব্যক্তিক চোখে নয়
পুরুষ আমি দেখছি তোমায় -
আনমনা চাঁদ ছড়ায় জ্যোছনা
বুঝে কি সে চন্দ্রাহতের ব্যথা !
দোহাই মেয়ে,ওভাবে আর পেখম মেলো না ।
---------------------------------------
পাঁচ যদি ভাল না বাসো
যদি না বাসো ভালো
কি আর করা -
সে তো তোমার অধিকার ।
উপড়ে ফেলে হৃদয় আমার
হয়ে যাব জড় পাথর -
এ যে আমার অধিকার।
----------------------------------------
ছয়. এসো ঝেড়ে ফেলি ইগো
এসো মেয়ে ঝেড়ে ফেলি ইগো
প্লাবনে প্লাবনে যাক ভেসে অহংকারী 'আমি'
সাগর সঙ্গমে নদী উত্তাল ঢেউ জানে না ইগো ।
ভালবাসা বলুক সত্য- আমি তুমি কি আলাদা?
--------------------------------------------
সাত. পাসওয়ার্ড
প্রজ্জ্বোল শুধুই ইউজার নেইম
স্মৃতিতে বিলীন পাসওয়ার্ড
অসহায় আমি বিষণ্ণ সুর
খুলবো কী করে মন অর্গল!
প্লীজ, প্লীজ, প্লীজ মেয়ে
করো জেনারেট নিউ পাসওয়ার্ড
এখনো গোপন অন্তহীন মেসেজ
জানে মন তোমার আমার।
--------------------------------------------
৮. হবো আমি অন্তঃসত্তা
পুরুষ আমি করি না ভন্ডামী
ভালবাসায় খুঁজি পেলব শরীর
চৈতন্য শপথে তবু প্রেমিক
পূর্বরাগে চাই মন -
মনের ভেতরে মন নিয়ে তোমার
হবো আমি অন্তঃসত্তা