কথাও কেউ নেই
রক্তাক্ত বুকের জমিনে,
কারও কারও হাহাকার নিস্তব্ধতায় ঢাকা পড়ে!
পরিচিত কারও কান্নার শব্দও হয়ত সেখানে পৌছে না।
প্রিয় যে মা;
তার শত ডাকেও সাড়া দেয় না বাধ্য সন্তান!
এভাবেই হারিয়ে যায় তারা।
হয়তো এমনই কোনো ডিসেম্বর এ...
কারও কারও বুকের লাল রক্ত,
সূর্যের থেকেও রক্তিম ছিল।
সেই ৭১ এর পর থেকে কতই না হন্য হয়ে খুঁজেছি তাদের।
কিন্তু পেলাম না,
কোথাও পেলাম না।।
অবশেষে যুদ্ধ শেষ হয়।
অনেক প্রতীক্ষার শেষে কেউ কেউ বাড়ি ফেরে,
আবার কেউ কেউ ফেরে না, ফেরারী হয়ে।
হয়ত তারা হারিয়ে যায় ,
হারিয়ে যায়, জাগতিক শূন্যতায়...
তাহসিন
০২-১২-৯৮
ধানমণ্ডি
(PLEASE DO NOT COPY)