আজকাল হিজাব পরা মেয়েদেরকে দেখলে মনের মধ্যে একটা কথা ই ঘুরপাক খায় ... পর্দা কি শুধু হিজাবের মধ্যে সিমাবদ্ধ ?
কিছু আল্ট্রা আধুনিক মেয়েদেরকে বিভিন্ন শপিং মল বা দামি রেস্টুরেন্টে বা প্রাইভেট ভার্সিটি তে দেখা যায় টাইট জিন্স-শার্ট পড়ে, মুখে কয়েক স্তর আটা ময়দা মেখে , বুক উন্মুক্ত করে উটের মত মাথার মাধ্যেভাগ এ সব চুল বেধে হিজাব পরছে ।
আবার অনেক মেয়েকে দেখি কড়া সাজে এমন সব টাইট ফিটিংস বোরকা পড়ে যে শরীরের প্রতিটি ভাঁজ বোঝা যায় । মাথায় দেয়ার ওড়না বা স্কার্ফ টি ঝুলছে গলায় । চুলে থাকে বাহারি সাজ , কারো আবার হাইলাইটস করা চুল ।
কেউ হয়ত ফুল স্লিভ কামিজ পরছেন , কিছু রং চং ও মুখে মাখছেন , ওড়না পড়ছেন বুকের একপাশ অনাবৃত করে বা সাইড করে পড়ে ওড়নার একপাশ হাতে ধরা। তারা আবার জামার সাথে ম্যাচিং করে হিজাব ও পড়ছেন বেশ গুছিয়ে ।
কিছু সিজনাল পর্দা শীল মহিলা আছেন যারা হয়ত সারাবছর বোরখা পড়বেন হিজাব পড়বেন , হাত মোজা পা মোজা , নাক ঠোঁট ঢেকে রাখে পারলে চোখ সহ । তারাই আবার কোন প্রোগামে গেলে পার্লার থেকে পার্টি মেকাপ নিয়ে ইন্ডিয়ান জর্জেট পরে শরীরের ভাজ , ক্লিভেজ এমনভাবে দেখানো শুরু করে যে মনে হয় যেন অন্যান্যদের সাথে প্রতিযোগীতায় মেতে উঠেন সেরা সুন্দরী হওয়ার জন্য ।
বোনেরা ধর্ম পালনের নামে এসব উগ্র লেবাস না ধরে স্বভাবিক চলাফেরা করুন ।বক ধার্মিক হওয়ার কোন দরকার নাই । পর্দা করতে কেউ আপনাকে বাধ্য করে নাই পর্দা যদি করতেই হয় তবে অবশ্যই নিয়ম মেনে করুন ।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩০