ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ডাক্তার হব , পরে বুঝেছি ওটা আমার ইচ্ছা না সব বাবা মায়ের মত আমার বাবা মা ও চাইতেন আমি ডাক্তার হই তাই ওটা আমার মাথায় ঢুকে গেয়েছিল।যখন ৫ ক্লাস এ পড়ি বাংলা মুভি দেখে মনে হত দিতির মত ভাল পুলিশ অফিসার হব। এইটে উঠে বুঝতে পারলাম আমি হলাম চরম ফাঁকিবাজ ওত লেখাপড়া করা আমার কম্ম নয়। চিন্তা করলাম কমার্স নিয়া পড়ব এবং সি এ করব ।কলেজে ভর্তি হয়ে মনে হইল সি এ করে কি হবে তার চেয়ে বরং এয়ার হোস্টেস হব আর দেশ বিদেশে ঘুরে বেড়াব...আহা !!!সেকেন্ড ইয়ারে যখন পড়ি তখন কবিতা লিখা শুরু করলাম ... আর মনে হইল আমার জীবনের একমাত্র লক্ষ্য হল কবি হওয়া। প্রায় ৯০০ কবিতা লিখার পর মনে হইল ধুর কবি হয়ে কি হবে ? কবি হব না মানুষের সেবা করে জীবন পার করব মাদার তেরেসা টু হব । কিছুদিন গরিব লোকজনের সেবায় নিয়োজিত থাকলাম তাতে ও বিরক্তি গেল গেল, কারণ এদের সবুর নাই খালি অভিযোগ করে , আর মাগনা জিনিসের দাম নাই, বাদ দিলাম ...এবার উদ্দেশ্য বাচ্চাদের কে লেখাপড়া শিখাব একটা হাইস্কুলে পড়ানো শুরু করলাম ... কিছুদিন যাওয়ার পর বুঝলাম আমার হাটুর বয়সী পোলাপান আমাকে ম্যা হু না মুভির সুস্মিতা আর নিজেদেরকে শাহরুক খান ভাবা শুরু করছে ... এরা আমার নাম চেঞ্জ করে নাম রাখছে "সুইট ম্যাডাম" এলাকায় তাহমিনা নামে আমাকে কেউ চিনে না , কি আশ্চর্য !!! এদের ভাব দেখে হাসব না কাদব বুঝতে না পেরে স্কুলে যাওয়া বন্ধ করে দিলাম। কিছুদিন পর ভূত চাপল বিসিএস দিব , ধুমাইয়া পড়ালেখা শুরু করলাম কোচিং এ ভর্তি হলাম.. সপ্তাহ খানেক পড়ার পর মনে হইল এত সুন্দর জীবনটা পড়ালেখা করে শেষ করার কোন মানেই হয় না ...বাদ দিলাম ততদিনে মনে হইল আমার নিউজ প্রেজেন্টার হওয়া উচিত। ৩ মাসের একটা কোর্স ও করে ফেললাম জবস এ ওয়ান থেকে। সারাদিন রাত আয়নার সামনে দাঁড়িয়ে থেকে নিউজ পড়ার প্র্যাকটিস করি । কিছু চ্যানেলে সিভি পাঠালাম ... অডিশনের জন্য ডাকল ।কিন্তু আমার গলার স্বর আমার নিজের কাছেই এত বেসুরো লাগল যে শেষ পর্যন্ত আর কোথাও অডিশন দেয়া হয়নি
frown emoticon
। এবার আমার বিদেশ গিয়া ব্যারিস্টারি পড়ার শখ হইল ... স্বপ্ন দেখতে লাগলাম আমি অনেক নামকরা ব্যারিস্টার হব ...আমার স্বপ্ন আর পূরণ হইল না । এর পরের স্বপ্ন জীবনের সব সঞ্চয় দিয়া শিশুদের জন্য কিছু করব , করতে গিয়া দেখলাম আমার জীবনে কোন সঞ্চয় নাই ...
এবার বিয়ে করার পালা নীল চোখের একটা মানুষ পাইলেই বিয়া করতাম কিন্তু আমার কপালে বুঝি বিয়া নাই । জীবনের কোন ইচ্ছাই পূরণ করতে পারলাম না শেষ পর্যন্ত দুই টাকার কেরাণি হইলাম । এখন শুধু একটাই ইচ্ছা ইউরোপে গিয়া ফুল বেচব আর ঘুরে বেড়াব ।বয়স ৮০ এর পরে প্রচুর বই নিয়া পাহাড়ে বাকিদিন গুলো কাটাব ।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪