নাগরিক জীবন থেকে একদিনের ছুটি নিয়ে একান্তে কিছুটা সময় কাটাবার উদ্দেশ্যে, সহ ব্লগারদের সঙ্গে পরিচিত হবার একান্ত বাসনায় আমরা যূথবদ্ধ আনন্দ উৎসবে মিলিত হতে চাইছি। দিনব্যাপী নিরন্তর আড্ডা, উন্মাদনা, শীতের নিসর্গকে উপভোগ করার ইচ্ছেয় নাগরিক কোলাহলকে দূরে সরিয়ে আমরা মিলিত হতে চাই বন্ধুত্বের উচ্ছ্বাসে। অবারিত প্রকৃতির মাঝে কাটাতে চাই কবি লেখক ব্লগার বন্ধুদের সঙ্গে একটি দিন।
তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৪, ২০১৪
স্থান: মুড়া-পারা জমিদার বাড়ী
এসব আনন্দ আয়োজনে যত দ্রুত রওয়ানা দেয়া যায় তত ভালো। কারণ এতে করে গন্তব্য-স্থলে পৌঁছে পর্যাপ্ত সময় হাতে থাকে অন্যান্য সকল ইভেন্ট/আড্ডা/ছবি/খেলাধুলা এবং ঘুরাঘুরির জন্য। তাই যাত্রার সময় এবং বাস ছাড়ার সময় যেভাবে নির্ধারণ করা হয়েছে সেই সময়সীমার মধ্যেই সকলকে উপস্থিত হবার সদয় অনুরোধ জানাই।
রিপোর্টিং স্থান: পান্থপথ সিগনাল
রিপোর্টিং সময়: সকাল ৭টা
বাস যাত্রা শুরু করবে: সকাল ৭-৩০ মিনিট
পৌছাতে সময় লাগবে: আনুমানিক দু ঘণ্টা
বিস্তারিত পড়ুন এখানে