মোনালিসা ছাড়া ভালবাসতে নেই
অরিন্দম, তুই আমাকে ভালবেসেছিলি
আমাকে ভালবাসবি বলেছিলি
কোথায় গেল সেইসব কথা
ভাললাগা ব্যাথা।
তুই তোর কথা ফিরিয়ে নিসনি
আমিও রেখেছি যতনে
অবিনশ্বর করে রেখেছি তোর চাওয়া পাওয়া।
তোর সাথে বহুদিন শারীরিক দেখা নেই
তবু তুই যেন আছিস
আত্নার পরশে তোরই ছোঁয়ায় বেঁচে আছি;
মনে পড়ে, ভালবাসবি বলেছিলি।
এখনো আমি কবিতা লিখি
তোর জন্য, তোর নামে
লিখি পূর্ণিমা রাত্রীর সকালে,
এখন আর কঠিন শব্দ লিখি না
তুই বাধা দিতি
তুই বলতি ফুল ফোটার কথা
তুই বলতি বসন্তের কথা
তুই বলতি চুম্বনের কথা
আমি হেসে হেসে তোকে উড়িয়ে দিতাম
আর এখন, তোর মত হওয়ার চেষ্টা করি।
অরিন্দম, তুই কি সত্যি আমাকে ভালবেসেছিলি?
কিছু লাভাস্রোত, কিছু সঙ্গকাতরতা
আমাকে ভাসিয়ে নেই
অরিন্দম, আমি তোর মোনালিসা নই
তুই কি এতদিনে জেনেছিস?
মোনালিসা ছাড়া ভালবাসতে নেই।