বন্ধুদের পোস্ট থেকে এরশাদ সংগ্রহ: (আরো যোগ হবে)
এরশাদের দল জয়েন করলে বিএনপি'র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নতুন নাম হতে পারে "১৮+ (এইট্টিন প্লাস )" ! প্যারেন্টাল গাইডেন্স কাম্য !!
---------------------------------------------------------------
২৬ ঘণ্টা পর ঘরে ফিরলেন এরশাদ, মা হতে চলেছেন শাবনুর..
---------------------------------------------------------------------------------------
এরশাদ তখন প্রেসিডেন্ট। চীন সফরে গেছেন। হোটেল কক্ষে ঢোকার জন্য তালার ফুটায় চাবি ঢোকালেন, কিন্তু তালা আর খোলে না। পাশ থেকে চীনা হোটেলবয় বলে উঠল, 'ইয়াও মিং, ইয়াও মিং।' এরশাদ অবাক।
রাতে তার জন্য 'বিশেষ' আয়োজন করল চীন সরকার। দেশটির সবচেয়ে রূপবতী ১৬ বছরের মেয়েকে রাখা হলো এরশাদের খেদমতের জন্য। ভায়াগ্রার (মেড ইন চায়না) কল্যাণে চাচা এই বয়সেও ভালো পারফর্ম করলেন। সমস্যা একটাই। মেয়েটা তীব্র চিৎকার করে শুধু বলে গেল,
'ইয়া মিং, ইয়াও মিং।' এরশাদ আরও অবাক।
পরের দিন এরশাদ গেছেন গলফ খেলতে। এক শটেই বল ফেললেন গর্তে। কিন্তু কেউ হাতহালি তো দিলই না, বরং চিৎকার করে উঠল, 'ইয়াও মিং ইয়াও মিং'। এরশাদ এবার মহা অবাক। ঘটনাটা কী? কৌতূহল দমিয়ে রাখতে না পেরে দোভাষীকে জিগ্যেস করলেন, 'এই ইয়াও মিং মানে কী?' দোভাষীর উত্তর, 'স্যার, এটার মানে--ভুল ফুটা।'
আওয়ামী লিগ আর বিএনপি যতই এরশাদ নামের পুতুলটার ভেতরে চাবি ঢুকিয়ে ঘোরাক, এরশাদ মিটিমিটি হাসবেন আর বলবেন, 'ইয়াও মিং, ইয়াও মিং!'
-----------------------------------------------------------------------------------------------
একটি জোকস পোস্ট করেছে
এরশাদ যদি ক্রিকেট খেলতো তাহলে কেমন হতো...
সকালে > আমি ball করমু
দুপুরে > আমি ball করমু না bat করমু
বিকেলে > আমি bat, ball দুইটাই করমু
মাগার ফিল্ডিং করমু না
সন্ধ্যায় > আমি আর খেলমু না,
আমি umpire
রাতে > সব বাদ, আজ
থেকে আমি বিসিবি সভাপতি
---------------------------------------------------
কালেক্টেড ফ্রম পিচবুক
সময়ে সময়ে এই পুষ্ট আপডেট হইবেক
View this link