সকাল হলো চোখ খোলো বলো মাগো কথা?
আমি তোমার ছোট্ট ছেলে বোঝো আমার ব্যথা!
সেই যে কখন উঠতে গেলাম ধপাস করে পরি,
বলো না মা কবে আমি দাড়িয়ে ঘুড়াবো ছড়ি।
উঠতে গেলে কাত হয়ে যাই কত্ত নরম পা,
যেথায় ধরে পাইগো ব্যাথা তুলোর মতন গা।
লাগলে ক্ষুধা বলো মাগো কেনো এত কাঁদি?
নিজের হাতে ইচ্ছে মতন খেয়ে নিতাম যদি।
ইচ্ছে হয় ঘোড়ায় চড়ে টগবগিয়ে যাবো,
কবে আমি ঝান্ডা হাতে দিগিজ্বয়ী হবো?
কবে আমি দুখির দুখে হবো পরম দুখি,
কবে হবো ইকটু সুখে অনেক বেশি সুখি?
একটা কথা পড়ছে মনে প্রথম যেদিন আসি,
কানের কাছে ফিসফিসিয়ে বলছে কথা রাশি।
বললো " খোকা চুপটি করে বাড়াও তোমার হাত"
আল্লাহ এক, রাসুলের (স) তরেই তোমার শেষ বায়াত!
আরো কথা বলছি তোমায় থেকো আরো কাছে,
বাবা নামের ঐ মানুষের কথা বলবো পিছে,
সারাদিন পাইনা কাছে ভিষন স্বার্থপর,
ইকটু বুঝাও কাছের মানুষ কারা আপন পর!
তোমার মতন আমারও মাগো অনেক অনুযোগ,
বাবা নামের শীতল নামে এত যোগ বিয়োগ।
আমার ঘোড়া চলতি পথে নিয়ে তোমরা দুজন,
পথ যে আমার অনেক বাকি দূর যোজন যোজন।
থাক সে কথা হতে চাই মা অগ্র পান্জেরী!!
নিজের পায়ে দাড়াতে বলো আরো কত দেরি?
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২৩ সকাল ৯:২৮