১.
স্নানে লয়ে আলিঙ্গন,
দিয়ে ডুব যদি হয় বর্ষণ !
কও কথা কি হবে আমার?
যদি হয় আবাস এ জলাধার !!
২.
শ্বেতপত্র দিলেম তোমায় পড়ে নিও যা লেখা ,
হলদে রঙে এঁকে দিলেম খুঁজে নিও যেথায় রাখা !!
৩.
ডাকি শোনো হে রক্ত করবী !
মুক্ত হাত সঁপে মোরে আলিঙ্গনে।
প্রভাকর আজ দিলো বলে সারা,
অপেক্ষায় জলতরঙ্গ সে মহা লগনে ।
৪.
পাপড়ি সাজাও শিশিরে এঁকেছে চুম্বন,
ইষাণ কোণে আগমনিতে মেঘের গর্জন !
হিমুকে বলে দিও হলদে নেই হলুদে আজ ,
চলনে বলনে ফোঁটা কৃষ্ণকলির সাজ !
৫.
নির্লিপ্ত সকাল বলেছিল গন্তব্য অজানা !
করেছিলাম শিশিরকে নিমন্ত্রণ পথের ধুলো ঠিকানা ।
বারিধারা ইর্ষান্বিত অচেনা জলপ্রপাতে ,
লও জলধি !সপেঁ দিয়ে সময়ের খরা স্রোতে ।।
৬.
আঁধার আলোয় তোমার উষ্ণ দৃষ্টি ,
নিবিড় বাধনে নিবিষ্ট সত্তা ।
আলগা বাঁধনে দাড়িয়ে মিছে এ চেষ্টা ,
আহবানে শক্ত আলিঙ্গনের বার্তা !
কৃষ্ণ গোলাপি রঙে রঙিন বালুতট,
শুভাশিষ নিও ও সুবািসীনি ।
৭.
নিবেদনে প্রেম বয়ে চলা স্রোতস্বিনীকে,
আকুতি তাহারে ভাসিয়ে এ দেহকে ।
কোনো এক বালুচরে গড়ে ওঠা স্বপন;
পলি পল্লবে সে অণুরণন !!!
৮.
আজ মেঘ বালকের মান ভাঙানোর দিন ,
আজ নয় আনলাকি থার্টিন !
ধোঁয়াশায় কালো ইষাণকোণ,
ভেব না আজ বাইশে শ্রাবণ !
ওরে ও দিঘলকেশী ! মেঘের ভেলায় আজ ভ্রমণ ,
ঠিকানা কোয়ারেন্টাইন ও আইসোলেশন।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২২ সকাল ৮:২৮