পাল তোলো গো মন চোরা
বাও গো কালের নাও।
ঘড়ি খান সঙ্গে দিলাম
লইতে পারো যদি তুমি চাও!
গাঙের পাড়ে দাঁড়িয়ে ঠায় আমি কোন জনা,
জীবন খাতা বন্ধ হইলো মুইছা ঠিকানা।
নাম জারি আর কইরা কি
পাইবা নাকি ধাম!
বন্ধ খাতায় হয় নাকো
পরিচয়ের কাম।
মাটির ঘরের নঙর খানায় কত আয়োজন
নিমন্ত্রণে আসবো নারে তুমিই একজন!
বাঁশের চাটাই বিছানা পাতা ঘুমাও তুমি কোলে,
আমি না হয় ছুটি নিলাম বিদায় চোখের জলে।
তোমার ঘরের ঠিকানায় কৃষ্ণচুড়া নিরালায়,
হাসনাহেনাও ডাকছে মোরে নিশিতো বেলায়।
সেদিন থেকে আজও চুপ কওনা কথা তুমি,
হাসনাহেনা কৃষ্ণচুড়ায় খুঁজে বেড়াই আমি!
মান কইরোনা কৃষ্ণকলি! আসবো খানিক বাদ,
নয়নখালি বুজলে পরে কাইটা যাবে রাত!
পাল তোলো গো মন চোরা
বাও গো কালের নাও।
ঘড়ি খান সঙ্গে দিলাম
লইতে পারো যদি তুমি চাও!
©D M Shafiq Taaslim
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২২ রাত ১২:১৭