ওঠো হে মুমিন!! করো ঘোষনা,
ধুয়ে নাও হিংসে দেখাও ত্যাগের নমুনা।
প্রীয় পশু ত্যাগ বড় কথা নয়;
মনের কালিমা ঝেড়ে ফেলো যদি মনে রয়।
শোনো তুমি! বলছি তোমায়!
রেখোনা "ত্যাগ" বেঁধে টাকার মায়ায়।
পশু এনে জিতে গেলে হেরে গেলো কেউ?
যেও না ভুলে তুমি এ তোমার ভ্রান্তির ঢেউ!
কত টাকা গেলো যেন কত তাহার মন!
কোথায় সে ত্যাগের মহিমা? সে ত দুর যোজন যোজন!!
পশু ত সে পশু নয় পশুত্ব যে অামার!
অাজহার পশু ত্যাগে সে যেন ফিরে বার বার।
হেন কাজ হোক দুর জয়ী হোক মুমিন ;
ঝরে যাক কলুষতা যেনো সন্তুষ্ট রাব্বুল অালামিন!!
★★★ ইদ মোবারক ★★★
© D M Shafiq Taaslim