হিসাবরক্ষণ ধারনার সূচনা থেকে “আর্থিক হিসাববিজ্ঞান” একটি অবিচ্ছেদ্য অংশ । নির্দিষ্ট নিয়মের বলয়ে প্রণিত একটি তথ্য ব্যবস্থাই আর্থিক হিসাববিজ্ঞানের মূল ভিত্তি । কালের ধারাবাহিকতায় শিল্পের উম্মেষ র্পযায়ে ধীরে ধীরে আর্থিক হিসাববিজ্ঞানের সাথে সাথে প্রতিযোগিতামুলক বিশ্বে সফলতার চাবিকাঠি হিসেবে “ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া (Decision Making) একটি মহা গুরুত্বর্পূণ জায়গা দখল করে নেয়। আর এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় উৎপাদন ব্যয় সহ অনেক অভ্যন্তরীণ র্কাযকলাপ প্রভাব বিস্তার করতে থাকে যা নির্দিষ্ট নিয়ম এবং সাজানো ছকের বাইরেও আলাদা একটা বিষয়ের গুরুত্বের জন্ম দেয় । ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান তেমনই একটি গুরুত্বর্পূণ বিষয় যা হিসাববিজ্ঞানের বৈচিত্রময় সংস্করণ যেখানে অর্থায়ন এবং ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্তের সাথে ব্যবস্থাপকীয় সিদ্ধান্তের সমন্বয় ঘটে ।ফলশ্রুতিতে,
ধীরে ধীরে ব্যবস্থাপকীয় হিসাবরক্ষক গণ প্রতিষ্ঠানের একটি বৈচিত্রময় পেশাজীবী হিসেবে পরিচিত হতে থাকে এবং CMA বা
Cost and Management Accountant /Certified Management Accountant এর আর্বিভাব ঘটে যাদের উদ্দেশ্যই হল স্ব অবস্থানের তথা নিজস্ব কর্মস্থলের বা প্রতিষ্ঠানের র্অথায়নের সাথে র্স্বাথ সংশ্লিষ্ট রীতি-নীতির সমন্বয় ঘটিয়ে যুগোপযোগি সিদ্ধান্ত গ্রহণ করে প্রতিষ্ঠানকে কাঙ্খিত অবস্থানে পৌছে নেয়া।
CMA পেশাঃ ব্যবসায় তথা শিল্পায়নের নিত্য নতুন চ্যালেন্জ মোকাবেলায় অর্থায়ন এর সাথে অভ্যন্তরীণ রীতি-নীতি এবং যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণে র্বতমান বিশ্বে এ বিশ্বায়নের যুগে একটি পেশাগত শিক্ষা দেশ-বিদেশ এবং ব্যবসায় জগতে উল্লেখযোগ্য ভুমিকা রাখছে যা
CMA বা Cost and Management Accountant /Certified Management Accountant হিসেবে সমাদৃত । উন্নত বিশ্ব সহ সর্ব ক্ষেত্রে মহান পেশা হিসেবে CMA একটি মহা গুরুত্বর্পূণ ভুমিকা পালন করে চলেছে । বিভিন্ন দেশে এ পেশা সংক্ষেপে একই আদ্যক্ষর নামে পরিচিত হলেও আমেরিকাতে ,অষ্ট্রেলিয়ায় এবং শ্রীলঙ্কায় Certified Management Accountant (CMA), যুক্তরাজ্যে Chartered Management Accountant(CMA) এবং ভারত পাকিস্তান ও বাংলাদেশে Cost and Management Accountant (CMA) হিসেবে সমাদৃত ।একেক ভুখন্ডে অবস্থান হলেও শিক্ষার মান সংরক্ষণে প্রতিটি দেশের CMA প্রশিক্ষন প্রদান কারী প্রতিষ্ঠান গুলো অভিন্ন ভুমিকা রেখে চলেছে ।
বাংলাদেশে CMA পেশাঃ বাংলাদেশে ১৯৭৭ সালে এর সুচনা বলা হলেও মুলত ১৯৫৮ সালে পাকিস্তান ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল একাউন্টেন্টস (পিআইআইএ) নামে কার্যক্রম শুরু । এর প্রধান কাজ ছিল শিল্প-কল-কারখানা ব্যবস্থাপনার জন্য দক্ষও পেশাজীবী জনবল গড়ে তোলা।সেটার আদল পূর্বপাকিস্তানে একটি শাখা স্থাপিত হয়।১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর নাম বদলে রাখা হয় বাংলাদেশে ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল একাউন্টেন্টস (বিআইআইএ) হয়।পরবর্তীকালে কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অর্ডিন্যান্স, ১৯৭৭ এর আওতায় নতুনভাবে যাত্রা শুরু কর আইসিএমএবি।আর এটি পরিচালনার জন্য ১৯৮০ সালে প্রণয়ন করা হয় কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস রেগুলেশন। এর পর থেকে আর বাংলাদেশে CMA (ICMAB) কে আর পেছনে তাকাতে হয়নি। অন্য দেশে যুক্তরাজ্যের CMA (CIMA-Chartered Institute of Management Accountant )আদলে শাখা খুলে শিক্ষা প্রদান করা হলেও বাংলাদেশে নিজস্ব পরিচালনায় নিজস্ব তত্বাবধানে প্রতিষ্ঠিত ও স্বস্বাশিত স্বতন্ত্র প্রতিষ্ঠান যা SAFA,CAPA,IFAC ,CIMA,IPAএবং AICPA কতৃক স্বীকৃত এবং সমাদৃত । শুধু তাই নয় এ প্রতিষ্ঠানের প্রায় তিনশত সদস্য উন্নতবিশ্বের বিভিন্ন দেশে সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে যা অত্যন্ত র্ঈষনীয় ।
ক্যারিয়ার হিসেবে CMA পেশাঃ উন্নত বিশ্নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সরকারী ও বেসরকারী কাঠামোতে CEO,CFO, Cost Accountant, Cost Audit, Management Accountant, Management Audit,Tax Analyst, Management Consultant সহ Financial Analyst হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন । উন্নত বিশ্বে একজন ফেলো CMA সর্বাধিক সম্মানি প্রাপ্ত র্কমকর্তা হলেও বাংলাদেশে এ অবস্থান অতি দ্রুতই প্রতিষ্ঠিত হতে যাচ্ছে । তবে বাংলাদেশে এফআরএ পুরোপুরি বাস্তবায়ন করা হলে এ পেশা কে র্সবচ্চো শিখরে নেয়া সময়ের ব্যাপার মাত্র এবং দুঃখের বিষয় হল আমলা তান্ত্রিক জটিলতা এবং ফিন্যান্সিয়াল অডিটের আড়ালে দুর্নীতি, কর ফাঁকির প্রবণতাকে প্রশ্রয় ইত্যাদি নেতিবাচক বিষয় সমুহ এফআরএ বাস্তবায়নে বাধা হয়ে দাড়াচ্ছে এবং দেশের সামাগ্রিক অর্থ খাতকে অনিশ্চয়তায় ফেলে দিচ্ছে । এফআরএ স্বাধীন ও পুরোপুরি বাস্তবায়ন হলে বাজেট প্রণয়নে তথা পুজিবাজারে স্বচ্ছতা নিশ্চিত সহ সামগ্রিক অর্থনীতি একটি মহিসোপানের দিকে যাত্রা করবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ।
সারকথা : সংসারের কর্তার মতোই কর্পোরেশনের একজন নীতিনির্ধারকের ভুমিকা রাখে একজন CMA । সংসার চালাতে যেমন কর্তার অপরিহার্যতা রয়েছে তেমনি র্কপোরেশন থেকে শুরু করে আর্থিক খাতের র্সব ক্ষেত্রে একজন CMA এর ভুমিকা রয়েছে যা প্রতিষ্ঠিত হতে চলেছে ।
কপিরাইট: ডি এম শফিক তাসলিম এবং pngschool.com
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৩