budget নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাই শুনছি। তবে পক্ষের চেয়ে বিপক্ষীয় কথার ধারই ঢের বেশি।।।। তবে যারা পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরছেন উন্নয়নের অজুহাতে তাদের বলছি মন দিয়ে শোনেন। এদেশে উন্নয়ন একটি ধারাবাহিক কর্মসূচি, এর ব্যয় ভার জনগন তার কর দিয়ে পরিশোধ করে।।। কিন্তু কর দেয়ার পর সাদা টাকার উপর পুনরায় কর(Sin Tax) ধার্য করা বাংলাদেশ ছাড়া অার কোনো দেশে অাছে কিনা সন্দেহ।।। এবার অাসি, অনেকেই বলে অাগেও নাকি জমানো টাকার উপর এমন কর ছিলো এখন শুধু কয়েক শত টাকা বাড়ানো হয়েছে!!! How Funny!! এত জ্ঞান নিয়ে ঘুমান কি করে?? অাগে যেটা ছিলো সেটা সুদ অায়ের উপর কর অার এখন অাপনার জমানো করপরবর্তী অায়ের উপর পুনরায় (অাবগারি শুল্ক) কর।।। একটা সহজ জিনিস কেনো বোঝেননা অায় কর দিয়েই অর্থ জমা করছেন এবং পুনরায় তার উপর কর দিবেন এই সহজ ডাকাতি অাপনাদের মাথায় ঢুকছে না??? একদিকে অায়ের উপর কর দিবেন পরে জমানো টাকায় কর দিবেন এটা করের উপর অায় না অায়ের উপর কর এটা যদি না বোঝেন তাহলে বলার কিছুই নেই।।।
♦♦♦♦♦♦♦♦♦♦
এবার অাসি অর্থনীতির উপর এর প্রভাব টা কি।।। Macro /Micro হিসেব বাদ দিয়ে সাদামাটা হিসেবে অাসেন।। দেশের মোট অর্থায়ন তথা মুলধন গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হল ব্যাংক যারা কিনা ঐ জনগনের জমানো অর্থ দিয়ে গঠন করে।। এবার বলেন ত সঞ্চয় করলে অায় ত দুরে থাক যদি এর ব্যয়ের বোঝাই বেড়ে যায় তাহলে অামি অাপনি কেন ব্যাংকে জমা রাখবো???? এখন বলেন, যদি ব্যাংকেই অর্থ জমা না থাকে তবে সামগ্রিক ভাবে Capital circulation কি ভাবে হবে??? হমম, বিজ্ঞ জনের মত বলত পারেন " তখন অামিই উদ্যোক্তা হব যেহেতু টাকা অামার কাছে" এবার অাপনাকেই বলি এতদিন তাহলে বেশি লাভের অাশায় কেন উদ্যোক্তা হলেননা?????? অার একটা বিষয় অাপনার বিনিয়োগের জন্য কি অাপনার কাছে জমানো অর্থই যথেষ্ট???? সেই ঘাটতি মেটাতে ব্যাংকই ছিলো ভরসা অার এখন ত ব্যাংকেই টাকা রাখছেননা তবে এ অর্থ পাবেন কোত্থেকে???? এখন বলি তাহলে টাকাটা রাখবেন কোথায়??? উত্তর একটাই অাশপাশের নামকাওয়াস্তে সমিতির কোষাগারে বা ডেস্টিনি মার্কা সুড়ঙ্গে।।। খোজ নিয়ে দেখেন বাজেটের পরই ইতঃমধ্যে এলাকায় ডাকাতের দল সমিতির নামে লোপাটখানা খোলা শুরু করে দিয়েছে।।। অর্থাৎ সবিশেষ অাপনার অামার অর্থ অাগে খেত বোয়াল মাছে অার এখন খাবে বোয়াল মাছ নিজে অার নাতিপুতি সহ সকলে!!! একদিকে ব্যাংক দিন দিন সরাইখানা হবে, লাভ জনক ব্যাংক গুলোকে নোংগরখানা বানাবেন, মুলধন গঠনে বাধ সাজবেন কর দিয়ে অার সবশেষে র্অথ পাচারের ফর্দ হাতে নিয়ে বলবেন " All of them are rubbish.....
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:৩৭