সাধারণ ভাবে, চন্দ্র ও সূর্য পূর্ব থেকে উদিত হয়ে পশ্চিমে অস্ত যায়। তাই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান ইত্যাদি দেশেরগুলোর আগে সৌদী আরবে চাঁদ দেখতে পাওয়াটা কি করে বিশ্বাস যোগ্য হতে পারে।
আমার চাঁদের তারিখ হের-ফের এবং হজ্জ নষ্টের সূক্ষ ষড়যন্ত্র সংক্রান্ত ব্লগটির ৯ নম্ব্বর মন্তব্যের জবাবে বলেছিলাম যে “সৌদী ওহাবী সরকার এ যাবৎকাল ধরে হাদীস শরীফের অনুসরণ না করলেও অধিকাংশ মাসেই ইহুদীদের ক্যালেন্ডারের অনুসরণ করেছে।” সৌদী ওহাবী সরকার এ মাসেও ইহুদীদের ক্যালেন্ডার অনুসরণ করে জিলহজ্জ মাস ঘোষণা করেছে। নিচে তার প্রমাণস্বরূপ সৌদী আরব ও ইসরাঈলী পত্রিকা তুলে ধরা হলঃ
বড় ছবি দেখতে চাইলে
jerusalempost
arabnews
এখানে যে ব্যাপারটা লক্ষণীয় তাহলো- আজকের (১৯ নভেম্বর ২০০৯ তারিখ) ইসরাঈলী (ইহুদী) পত্রিকা Jerusalem Post এর ইহুদী ক্যালন্ডারের তারিখ হল 2 Kislev 5770 এবং একই দিনের সৌদী পত্রিকা arabnews এর হিজরী ক্যালন্ডারের তারিখ হল 02 Dhul Hijjah 1430।
বাংলাদেশ, পাকিস্তান এবং সৌদী আরবের প্রতিবেশী দেশ ইরান, সৌদী আরবের পূর্বে হওয়ার পরও সে সব দেশে আজকে জিলহজ্জ মাসের ১ তারিখ। আপনারা ইচ্ছে করলে নিচের পত্রিকার লিংকগুলো দেখতে পারেন।
বাংলাদেশঃ
http://www.eprothom-alo.com
পাকিস্তানঃ
http://www.dawn.com
http://www.pakistantimes.net/pt/index.php
ইরানঃ
http://www.jamejamonline.ir
সৌদী আরবঃ
http://www.alnadwah.com.sa
http://www.nooralfajr.com
http://www.al-jazirah.com
http://www.al-madina.com
ইসরাঈলঃ
http://www.haaretz.com
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩২