মাঝে মাঝে তোমায় ভেবে
এলোমেলো লাগে সবই
মাঝে মাঝে তোমার চোখে
কে আঁকে অন্য ছবি
কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারি না
এত চেনা তবু যেন লাগে অচেনা
(তৃতীয় চোখে দেখলে তোমায় বুঝতে পারি না
একটু অন্যভাবে ভাবলে তোমায় বুঝতে পারি না)
মাঝে মাঝে আকাশে চেয়ে
উদাসী হয়ে থাকো
বুঝি না তো তখন তুমি
কার কথা যে ভাবো
কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারি না
এত চেনা তবু যেন লাগে অচেনা
(তৃতীয় চোখে দেখলে তোমায় বুঝতে পারি না
একটু অন্যভাবে ভাবলে তোমায় বুঝতে পারি না)
মাঝে মাঝে কথার মাঝে
হঠাত তুমি থেমে যাও
বুঝি না তো কোন কথাটি
আড়াল করে যে যাও
কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারি না
এত চেনা তবু যেন লাগে অচেনা
(তৃতীয় চোখে দেখলে তোমায় বুঝতে পারি না
একটু অন্যভাবে ভাবলে তোমায় বুঝতে পারি না)
দ্রষ্টব্য :
কন্ঠ : তাহ্সান
অ্যালবাম : কে আঁকে অন্য ছবি
অগ্নিবীণা, জি-সিরিজ