তৈয়ব খান
সস্তা দামে বিকোয় এখানে প্রাণ
শকুনিরা তাই হৃষ্টপুষ্ট দেহী।
নিজেই নিজের জানে না মূল্যমান।
... দ্রোহের আগুনে পুড়ে মরে বিদ্রোহী।।
ক্ষমতার লোভে মমতা জবেহ করে-
ফসলের মাঠে নেমেছে পঙ্গপাল।
সবুজের বুকে রক্ত উঠেছে ভরে
সোনার বাংলার বর্ণ আজিকে লাল।।
ওরা আছে সুখে; চেহারায় চেকনাই
কমেনি বরং বেড়েছে আগের চেয়ে
মজুর কৃষক কুলিদের মুখে ছাই-
ঘামে ভেজা দেহ; আজও মরে ঘামে নেয়ে।
বদলে যাবার কথা ছিল যদিও আগে
নতুন সূর্য উঠেছিল তাই সেদিন
কী লাভ হয়েছে ত্রিশ লক্ষ ত্যাগে!
বাঙালি কবে হতে পেরেছে স্বাধীন!!
৬ জানুয়ারি ২০১৫।
গেন্ডা, সাভার, ঢাকা।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮