ঘুমিয়ে গেলে নাকি?
সাবধান!একটু অসচেতনতায় বন্ধ হয়ে যাবে
বিবেকের কয়েকশো দরজা!
প্রেমের পাঁজর জুড়ে বদমায়েশি করবে বিষাক্ত বারুদ!
মীর-জাফর,রাজাকার,বেনিয়া ব্রিটিশ আর তাবৎ হায়েনার দল।
শুনতে পাও ধমনীর আর্তনাদ?
শত শত গহ্বরে বন্দী নির্যাতিত মুখ দেখতে পাও?
দেখতে পাও দুর্ভিক্ষের শিল্পসম্মত ফুল!
ঘুমিয়ে গেলে নাকি?
একটু ভুল হলেই, অসুস্থ শ্রমপেশি চিৎকার করবে
অশ্লীল ভাষায় !
তোমাদের স্বপ্ন,তোমাদের সুখ;
সভ্যতার সম্পদে এখন কঠিন অসুখ!
কি হে,ঘুমিয়ে পড়লে নাকি?
ঘুমানোর সময় নেই,
অনেক কাজ বাকি।।