জলের উচ্ছাসে ঋণগ্রস্ত রক্তের আকুতি শুনে,
ধেয়ে আসে সে ,
রঙিন আবেদনে,প্রজ্ঞাবান প্রেমে,
গাংচিলের পোশাকে উড়ে আসে,
ছুঁয়ে যায় কণ্ঠনালিকা,
ওগো রংধনু বালিকা ।
আমার আত্মা নিখোঁজ এখন তার পাশে।
তারকাদের উড়ন্ত প্রতিকৃতির মতো,
স্বচ্ছ,নিস্তরঙ্গ,
যেন হাজার বছরের স্মৃতিচিহ্ন।
ক্লান্ত দুই চোখের কান্না মুছে দিতে,
ছড়ায় সে কোমল জালিকা,
ওগো রংধনু বালিকা ।
জলের সুরে,আধখানি চাঁদের আদলে,
ময়ূরের পেখমের মতো চুল উড়িয়ে,
দেখা দিয়ে যাও বালিকা,
ওগো রঙধনু বালিকা ।।