==================
একা ছিলাম এতদিন এই সমগ্র সময় ,
অবয়বে পুষেছি এক বিশুদ্ধ বিক্ষোভ !
তছনছ করা সিঁথির সিঁদুর
মারা যায় কষ্টে তিথির তিলকে !
সব কিছু আজ মাটির পোশাক খুলে
জলের স্নানে শুভ্র হয়ে যায়,
তবুও আমি বেঁচে থাকি বান্ধবহীনতা বুকে চেপে,
বেঁচে থাকি বিষণ্ণতার বন্ধ্যা বিকালে !
চোখের নোনা জলের নদী,
বুকেতে বয়ে নিয়ে আনে কষ্টের পলি ।
আঁধারে দুঃস্বপ্নের জোনাকিরা উড়ে বেড়ায় ,
বেহুলার ভেলা ডুবে যায় নদীতে দৈনিক ।
নিঃশব্দের পতন জুড়ে এক বিরোধ ,
আমি তা টের পাই ,
প্রেম নেই,পাখি,গান ,নারী ,নদী নেই,
ভুলের বসতি শুধু ব্যবধান বাড়ায় ,
দুঃস্বপ্নের সুঠাম সড়কে তীর্থ আমার,
সামনে দুঃখের দীর্ঘতম সেতু ।
জন্মের সাথে যুদ্ধ করে
জেগে উঠি রোদহীন শ্বাপদ সকাল !
এভাবে আর কতদিন ,আর কতকাল ?
যার কথা ছিল পাখি হয়ে উড়ে যাওয়ার,
সে আজ কষ্টের দীর্ঘ দালানের
অবিশ্বাসের রাস্তা খুঁড়ে !
এই জীবন নয়,প্রেম নয়,
নয় ভালবাসা,মায়া ,ছায়া কিছু ,
এ শুধু জোছনায় জন্ম নিয়ে ,
অমাবস্যাকে আঁকড়ে ধরে বেড়ে উঠা ।
এ দুঃখ,এই নিঃশব্দ কবে ফুড়াবে ?
কবে আমি এক বাউলের বাঁশি নিয়ে
বাজাবো প্রণয়ের প্রবল সুর,
আর কতকাল?আর কতকাল কতো অপেক্ষা ?
সংশয়ের মর্মজুড়ে একা দাড়িয়ে কাঁদি,
অশ্রু ফুল হয়ে ফোটে না আর ...
এতো উল্লাস,এতো মত্তটা হয়ে আছে নিশ্চুপ ,
বাউলের গান নেই,সুরে লেগে আছে জট !
একদিন জীবন বদলের দিনে
পুষ্পের প্রসারিত ঠিকই হৃদয় বাড়িয়েছিল হাত,
এক ঘোর ,এক অনিশ্চয়তায় ছুতে পারিনি তাকে,
আমি শুধু ভ্রান্তির শিয়রে জেগে থেকেছি ,
জেগে থাকি...